আমি ভালোবাসী সর্বপ্রথম আমাকে
আমার রূপ যৌবন আল্লাহর দান!
শুকরিয়া আদায় করি তাঁর দরবারে
হাজার হাজার লাখ লাখ কোটি বার।


আরো ভালোবাসী আমার পরিবার
সর্বপ্রথম পিতা-মাতা জন্ম সূত্রের।
পরিবার পরিজন আপন জনাদের
সাথে প্রতিবেশী সকল মহাত্মাকেই।


আমি ভালোবাসী হয়তো লেখক
সমাজেরই কিছু অনিয়ম অদেখা!
কুসংস্কার মনস্তাত্ত্বিক মতাদর্শের
কি যে অভিনব মানুষ পরিচয়ের?


অজানা অন্ধকার জগৎ জীবনের
চরম একটি সাধারণ সু'গঠনের।
সেই চেতনার অবক্ষয়ে চরিত্রতা
মানুষ হিসাব নৈতিক চরিত্রগঠন।


কল‍্যাণ মানুষ কল‍্যাণেরই পথিক
সেই সকল মানুষেরাই উত্তমতা।
আমার ভালোবাসা ভালোলাগার
এক অপলক অনন‍্য শোভা ভরা!


মানুষ মানুষের জন‍্যেই সমাজটি
সাম‍্যতার পরিচয় মিলন মেলার।
সমাজ কুসংস্কার ভরা ধ্বংসলীলা
তাই তো চাই সমাজকে বাঁচাতে।


অন্ধকার কুসংস্কার গোড়ামী হতে
রক্ষায় মানুষকে প্রকৃত জ্ঞানলব্দ
সেরাটা জানা ও সুন্দর কর্মগঠন
ভালোবাসী সকলকে একান্ততা।
********************
বাণী: জগৎ সংসার একটি অন্ধ ধর্মান্ধতার আড়াল অপসংস্কারে ভরপুর। মানুষ ধর্ম পালনের মধ‍্য দিয়েও অজ্ঞান অবুঝ মানুষ নামের কলংঙ্ক। কিসে বিধাতা খুঁশি, সেই জ্ঞানের আলোও কি প্রকৃতই জানা রয় আমরা মানুষদের? ধর্ম কি বলে আর ধর্ম জ্ঞানের আলোয় কি আলোকিত হয় সমাজ ও নিজ পরিবার সমাজ তথা দেশ। সেই চরম শিক্ষণীয় জায়গা থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে অন্ধত্বতা মননে চলে না ধর্মজ্ঞানে সফলতা লাভ করতে পারছি। না পারছি বিধাতার নিকট প্রিয় হতে? এমন করেই মানব জীবনের চাওয়ার মধ‍্যেই চলে আসছি। আর এমন চলাতে মানব জীবন অপকল‍্যাণেই রয়ে যাবে। যার সংস্কার অতীবও জরুরী।