একদিন প্রকৃতির ডাকে চলে যেতে হবে
থাকবো না তোমাদের মাঝে।
কথা হবে না; দেখা হবে না; অন্ধকারে
যাহাদের চেনা রয়ে ছিলাম!


ঐ'তারাও একদিন ভুলে যাবে আমাকে
দুনিয়া এমনই একটি জায়গা!
মানুষ বড়ই অকৃতজ্ঞ অবিবেচক মনটি
হ্নদয় মাঝে রাখে না শুকুরিয়া।


মুখে বলে সাধু সাধু বাহ্ বা অতুলনীয়
উপকার পেয়ে সামনে বলা হয়!
চোখের সামন হতে সরতে পরা মানেই
পিছনে গেলেই দোষারোপ করা।


এই হল আমরা স্বভাব মানুষ নাম জবে
সেই তো আমার চেতনা রয়েছে।
আপন পর সকল মাঝে আমি যখন এই
সমাজ হতে যাবো চলে পরপারে!


এমন কর্ম করে যেতে চাই' সকল মাঝে
রবো আমি যখন থাকবো না এ'ধরা।
জীবিত থাকাকালিন সত‍্য নিষ্ঠায় পথ চলে
জীবন-জীবিকা নির্বাহ করে আসছি।


মোটেও মন্দ পথে মনটিকে ব‍্যবহার করিনি
আজও চলমান শতশত ধাঁধা বিঘ্নেও।
সরল পথৃর পথিক আমি করছি মৌণ‍্য যুদ্ধ
সব রকম শয়তান বদমাহিশ সহিত।


তবুও কোন ভুল পথ বেছে নেইনি কখনোই
এমন করেই সততার পরিচয় বহন!
মানুষ আমাকে যে যাই বলুক না কেন আমি!
বিধাতার হুকুমের বাহিরে যাবো না!


কখনোই নয় এমন মন যেন বিধাতা না দেন
নিয়ন্ত্রণ করবেন বিধাতা যত ঝড় হোক!
মানব জীবন যেন খুব কষ্টকর অর্জিত উত্তমতা
সেই কষ্টই যেন জয় বিধাতায় চাওয়াতে।


তাই আমি কর্ম দ্বারাই রইবো তোমাদের মাঝে
এমন কর্মময় জীবন চাই আল্লাহর নিকট।
****************************
বাণী : মানুষ তো সারাটি জীবনই একেঅপরের মাঝে থাকবেই। যে মানুষেরা কখনোই কোন মানুষের সহিত অসততার কাজ করেনি। আর সেই সকল মানুষই উপকারী ও প্রকৃত মিনুষও বটে। সেই অর্থে ঐ'সকল উত্তম চরিত্র মানুষেরা আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে চলে গেলে বেহেস্তবাসী অবধারিত।