সময় এমন করেই যায় চলে
বছরটি শেষ প্রান্তে আর মাত্র
একটি মাস রয়েছে হাতটিতে
কেমন ছিলাম বিগত দিনগুলি?


সবই মনে পড়ে ভালো-মন্দ
হে আল্লাহ্ যেমন করে দেখ!
করো মর্যাদা রক্ষা; তেমনেই
তোমার দয়া দান করিও বেশ!


চলি যেন আপন ভূবণ রক্ষায়
ঐ'মন-প্রাণ-হৃদয়-আত্মা-অন্তর'
সুন্দর পথ চলাতে নিও সাথীতা
একই পথের কান্ডারী মহত্ত্বতা।


আজ শেষ হচ্ছে ত্রিশ নভেম্বর'২২
কতকথা মালা স্মৃতি-চারণ-মনটি।
কোথাও কোন প্রকার সভ্যতায়
অনিয়ম করলে ক্ষমা করে দিও।


রাখিও না কোন দ্বায়-দেনা ভার
নিষ্পাপ করে দিয়ে অন্তধামতা!
প্রেরণা যোগাবে একমাত্র তুমিই
জীবন চলার পথ সহজ মননে।


চলি পথ ঘাট হাট বাজার কর্ম
ধর্ম লোক সমাজ দায়িত্ব ধর্মতা!
চূর্ণ না করি ক্ষুন্নতা; সবই চেতনা
পূর্ণবানে পূর্ণতা পায়; ধর্মজ্ঞানেই।


অধীর চিত্তে রমাঞ্চিত সঞ্চয়ী মন
চলি যেন আপন ভূবন সেরা মাস!
শেষ ভালো যার সব ভালো তার'
এই দীক্ষা নভেম্বর'২২ শেষান্তেই।
××××××××××××××××××××××××
বাণী: মাস কখনও শেষ হয় না। শেষ হয় মানুষের জীবনের একটি সুন্দর সময় বয়স। অনেক কর্মগুণে সুন্দর স্মৃতি জন্ম নেয়। আবার একই মানুষ হতে অনেক অপকর্মের দরুন ধ্বংস হয় জীবনের অনন্য সময় গুলি। যা কখনও শুধরানোর নয়।