নেই কিসে তৃষ্ণা পিপাসীত হ্নদয়
প্রাণের টান তাই তো আত্মা শুদ্ধি।
একেকটি মানুষ রয় সদা সর্ব মন
আবেগ ভরা মর্মতা চরণ যেন ঐ'


জাগে ইচ্ছা! হয় ভাল; নয় মন্দ;
বিবেক তারণা বিতারিত স্পন্দন
একটি মনে শত দেখা কি ভাবনা
কখন কি চায়! বলাটা ভারী দায়।


কিছু তৃষ্ণা পেলে আগ্রহ তাইতো
ছড়ায় সুঘ্রাণ সুভাষ আকাশ জুড়ে'
কিছু চাওয়া তৃষ্ণা বিরহ ভরা হ্নদ
কষ্টের শেষ হয় না মিছা স্বপ্ন শূণ‍্য।


তৃষ্ণা জ্ঞান শূর্ণ‍্যে পূর্ণ‍্যতা পেতেই
নয় কখনও ব‍্যাকূল জীবন স্বপ্নে।
শুধুই সেই তৃষ্ণাতেই পিপাসীতে
মানব মন জাগ্রত প্রকৃত কর্ম-ধর্ম।


প্রেম তৃষ্ণা, অর্থ তৃষ্ণা, অনিয়ম
অযোগ‍্য তৃষ্ণা, অর্জন নয় তৃষ্ণা,
যে জন যা নয় সেই চাওয়া তৃষ্ণা,
মানব মানবের ক্ষতি তৃষ্ণা, অহং
হিতকর তৃষ্ণা, অমকের এই নেই
আমার আমি অভাবী মন তৃষ্ণা,
আমার যদি থাকতো তৃষ্ণা, যদি
আমি হতে পারতাম সেই তৃষ্ণা।


জীবন মানেই অর্থ পূর্ণ‍্যের মানব
সূষ্টি বিধাতার অশেষ রহমত দান
প্রকৃত সব চাওয়া অবশ‍্যই পূর্ণ‍্যের
সঠিক দীক্ষায় দীক্ষিত তৃষ্ণার্থের।


সেই জীবন গঠনে তৃষ্ণা জাগ্রত
মানুষেরা শত হাজার কোটি শত
হাজার হাজার বিলিয়ন টিলিয়ন
তৃষ্ণাই দেখা মিলবে ভব জীবন।
*******************
বাণী: চলমান..