এমন একজন মানুষ ক্ষণজন্মা তুমি ছিলে
বাংলাকে জাগ্রত করতে ছিলে না পিছু পা!
সেই তুমিই বাংলার কবি জাতীয় কবি রত্ম
এ’অনন‍্য নাম কবি কাজী নজরূল ইসলাম।


জাতীয় কবি তুমি;
বাংলার প্রাণবন্ত জনতা অগ্রজ নীলাভূমির
অসাধারণ কাব‍্য রচনা ও প্রকাশ করেছেন!
যা সত‍্য তুলনা নেই অন‍্যান‍্য কবি সাহিত‍্যিক
আপনি একজনই এই বাংলার বাংলা ভাষা।


যেমন অর্থবহ শব্দচয়ন লেখা কাব‍্য গল্পের
সুন্দর রূপক নাটক গান ধর্মীয় গজল ভাব!
তেমনি শ্রুতি মধুমাখা শব্দেরা বর্তমান কবি
আমরা মাথা ঠুকেও পাই না অমনটি লেখা।


অসাধারণ কাব‍্য পরিচয় সৃষ্টি ছিল কবিজী
কবি কাজী নজরুল ইসলাম অনুপ্রেরণার।
সমগ্র জাতিকে পরিচয় করায়ে গেছেন এক
অন‍্যমাত্রা বাংলা ভাষা মাতৃত্ববোধ স্বার্থকতা।


তাই তো তাঁর মত ক্ষণজন্মার শুভজন্ম দিনে
স্মরণ করছি মনপ্রাণ হ্নদয় আত্মা নিংরানো!
অন্তঃস্থল শ্রদ্ধা ভরা অনুশাসন ভালো লাগা’র
মনিকুঠির হতে জন্ম তাঁর স্বার্থক এ’বাংলাতে।


হে আল্লাহ্ বেহেস্ত নসীব করিও আমাদের কবি
প্রিয়জন শ্রদ্ধাভাজন জাতীয় কবি সমগ্র বাংলা
ভাষাভাষীর এক উজ্জ্বল নক্ষত্র সমমান চন্দ্রময়
শত কষ্টের মধ‍্য দিয়ে জীবন ধন‍্য বরেণ‍্য তিনিই।
*****************************
বাণী: চলমান..