দেখে শুনে এলাম বটে লেগেছে ভালো
খাদ‍্য হলে সাধ পেলে পাওয়া তৃপ্তি।
মানুষ হলে রূপ দেখে নয়ন জুরায় বেশ
পোশাক হলে দেখতে পছন্দে তৃপ্তি।


মানুষ হয়ে মানুষে গল্প শুনে ভালো লাগা
একে অপর বেশ মানান সই বন্ধন।
আপন করে নিতে একদিন দু'দিন মিলামেশা
সম্পর্ক বন্ধনে আবদ্ধ খুঁশি ছড়ায় তৃপ্ত।


ভাল মানুষ সুন্দর আচরণ বিকাশ বিলাপ প্রাণ
আত্মায় থেখা দেয় একে অপর আড়াল!
হ্নদয় মাঝে অন্তধামে সুন্দর বুনন পিপাসিতে
কর্ম-ধর্ম সভ‍্যতা সকল ক্ষেত্রেই অনুতৃপ্ত।


অসাধারণ মন প্রাণ আলো ছড়াতে বেশ মুগ্ধ
সেই সকল উদার চেতা উদ্ভাস রেটিনা।
জ্ঞান কোষ অন্বেষণ পপি নবদূত বিদ‍্যতাপূর্ণ‍
অর্জিত জীবনবোধ চেতনা তুষ্টি তৃপ্তিতে।
***************************
বাণী: কোথায় স্বর্গ! কোথায় নরক! নেই বেশি দূর। সামান‍্যতেই হতে পারে নরক নামক সর্বনাশা পথিক। স্বর্গ কখনো আসে না একা একা। সর্বক্ষেত্রেই দেখা দেয় শয়তান নামক অসভ‍্যতা দেখা। তুষ্টি তৃপ্তি পেতে মানুষ মনুষ‍্যতায় বড়ই ভার। সেই মানুষ সকল পেলেই জীবন অনন‍্য ধৈর্যধারণে বদ্ধ পরিকর। তবেই মানুষ হিসাবে স্বার্থক স্বর্গ পেতে তুষ্টিতে তৃপ্তি। অন‍্যথায় বিনাশ্রম সুফল মিছা আশা ছাড়া আর কিছুই নয়।