কোথায় কল‍্যাণ রয়; কে কাকে করে উপকার!
এমন জীবন মন যাপন রই সর্বক্ষণ এ'ধরাতে।
যতটুকু কর্ম ফল পাই তারই মাঝে দেই সেবা
নিজসকল‍্যাণের কথা নাহি ভাবনা ভাবনা অন‍্য!


শক্তি সামথ‍্যবান শক্তিতে পালোয়ান বেশ তো
কর্মবিমুখ পরগাছা শকূনীমামা চাহনী কষ্টমুখ।
ভাবনা রয় কত বিজ্ঞজন মনপ্রাণ হতাশা ভরা
উপকার পেলে সাময়িক খুঁশি আবার অপেক্ষা।


এমন মানুষেরা আসলে কি উপকারে খুঁশি হয়?
এমন প্রশ্ন আমায় মন মাঝে জাগে দেখি হতাশা।
মনের মধ‍্য কতকথা ভলতে দেখি কি করা যায়
বিধাতার বিধান চেতনা জ্ঞানের আলো কি বলি?


প্রশ্ন আমায় বিদ্ধ করে সদা এক অনন‍্যতা প্রাণ
কে খুশি আর কে বেজার ধরা ছুঁয়ার বাহির রয়!
উপকার পেয়ে অস্বীকার কেন'রে পাগল মানুষ
স্বীকারে থাকবে মন তবে না পাবে সঠিক দিক।


কখনো হতে হবে না বেঈমান নাম সমাজ ধরা
মানুষ নামক যা কিছু করি সব দেখেন বিধাতা।
একটি কথা জেনে রাখি মানুষ আমরা সকলরা
উপকার প্রতি কৃতজ্ঞতা অস্বীকার নিজ প্রতিও!


জীবন সায়ান্ন‍্যে দেখা চলছি হতাশা পথ চলন
বলন কোথা কি করছি থাকছে না ঠিক-ঠাঁক!
তাই তো বলি কখনৌ করোনা বদাভ‍্যাস প্রাণ
আত্মায় এনো না অশান্তি লেশমাত্র সর্বোনাশ।


কৃতজ্ঞের প্রতিকৃতজ্ঞতা স্বীকার যেন স্বর্গসুখ
এমন শোভায় সুগন্ধী ছড়াবে সর্বোজন ব‍্যাপী!
আহা দেখা সুখ আর শান্তি বিরাজমান মনটি
এমন করেই বিধাতার আশা ওজন পরিমাপ।


এসো সকল মানুষ হই মানুষ পথ চলি এক
উপকার করি; পাই উপকার; সকল তরেই।
অমন পরিবার পরিজন প্রতিবেশী সর্বোত্রের
হিসাবের খাতা পরিস্কার নয় তো অস্বীকার।
**************************
বাণী: উপকারীর উপকার অস্বীকার করা যায়। কিন্তু ভুলে থাকা যায় না। কারণ মানুষ কখনোই জীবনবোধ কর্ম-কান্ড-ন‍্যায়-অন‍্যায়-জয়-পরাজয়-ছৌট-বড়-কাল-স্মৃতি-ভুলতে পারে না। তাই উপকারীকে কখনোই ভাবাটা ঠিক হবার নয়! যে সে আপনার উপকার পাবার পর ভুলে গেছে। না উপকারীকখনো ভোলেন না। হয়তো আপাতোত দৃষ্টিতে মনে হতে পারে। যা মনে হওয়াটাই স্বাভাবিক।