যখনই মানুষ শত কষ্ট বিনিময়
অর্জিত ঊষার আলো ঝলমলে!
সেই না মানুষ পাশে এসে বসে
করে আনা-গোনা দাঁড়ায় নিকট।


মানুষ মানুষেরই জন্য এ'উক্তি
সমৃদ্ধি লাভে স্থান প্রসিদ্ধ সর্বত্র।
আসলেও তাই; মানুষ অপূর্বতা
সাম্যতার দাবীর স্বীকৃতি মানুষ।


এমন করেই মানুষ উল্লাসিতই
মুক্ত মন মুক্ত চরণ অসাধারণ।
উপভোগ; উপভোগ্য; সাম্যতা
সকল আপন পর ভোগ রসনা।


কেউ কি কখনও দিতে সুযোগ
মানুষ হতে অর্থ ব্যয়ে স্বার্থকতা?
মানুষ হতে যে জন সেই জনাই
নিজেকে গড়তে অর্জন মনটিতে।


হাজার বাঁধার মাঝে জয় অর্জনে
সেরাটা পেতে মনটি উচ্ছাসিতে।
বিধাতার বিধান অনন্য হিসাবের
কোথায় স্বর্গ-নরক মিলানো দায়!


সম্মানিত পায় না সম্মান এ'ভবে
মিথ্যাচারে ভরা দুনিয়া অসভ্যতে।
হায়'রে মানুষ সকল কেমন করেই
চলছি আমরা কিসের নেশায় কেন?


সকল মানুষ ভাল খুঁজি চাই ভালটা
অপরাধীরাও ভাল খোঁজ ব্যস্ততায়।
কখন কে ভাল কিসের পাগল মনে
মানুষ বোঝা বড়ই দায় ঈমানদারে।


বেঈমান কখনও হয় কি ঈমানী প্রাণ?
যতই পরিবর্তন হতে চাহে ততোতেই'
ভেজাল মেটাতে আসে মনেই পুরাতন
সেই বোধে বুঝি অভ্যাস বড় ভয়ানক।


কর্মফল যথার্থতা সভ্যতার নেই তুলনা
তারপরও মানুষ চল মানুষেরই সেরার।
এরই মাঝে শতচল কত আনন্দ ফুর্তির
অবচেতন উপভোগ্য সমতা অবলোকন।
××××××××××××××××××××××××
বাণী: উপভোগ্য সকল কিছুই সমান ভাবে দেখতে হয় না। মর্যাদা পূর্ণতা পেতেই মানুষকে সঠিক মূল্যবোধ মনুষ্যত্ব তৈরি করে ছোট বেলা হতেই গড়ে উঠতে হয়। আর সেই সকল আদর্শ মানুষের সকল কাজ-কর্মই হয় পবিত্রতার সহিত। যা মানব জীবনকে মহা আনন্দ-দায়ক উপভোগ্য করে চমৎকার বিনোদন দিয়ে থাকে। এমন আনন্দই কাম্য মানুষ মানুষের সমাজ বদ্ধতার কল্যাণ বয়ে আনতে। অন্যথায় হিতে বিপরীত উপভোগ্য নাম মাত্র আনন্দ-উল্লাস ছাড়া আর কিছুই নয়।