ভাবছি এবার যাবো সেথা
আনবো বেশ চুনো পুঁটি!
দেখি খাস কি করে বেশ'
বেজাই খুঁশি সেই মনে?


আবার যদি দেখি তোকে
কেমন করে দেশ ছাড়া'
করতে হয় জানা ঠিকই
রয়, আমার অভিজ্ঞতায়।


হায়রে মানুষ কেমন যে
কোন নেশায় শব্দ চুরিতা
মনের মাঝে হয় অবুঝটি
পাওয়া না পাওয়া হৃদয়।


ভারী তখনই হয় শূন্যতা
ভাবনা যেন সুন্দর হয়।
তবেই মানুষ; মানুষ হয়
নয়তো মানব জীবন মৃত্য।


এ'জগত সেরা চল চঞ্চলতা
বাঁশরি বাঁশির সূর ধ্বনির!
ভাবনা যেন আসল সকলে
সর্বোত্র চল সেরা মনুষ্যতা।
××××××××××××××××××
বাণী: মানব জীবন বড়ই একক সত্ত্বার অধিকার। তারপরও মানব জীবন একে অপর ছাড়া চলা দায়। তাই তো মানুষ মানুষের প্রতি শদ্ধা-সম্মান-ভালোবাসা-স্নেহ- মায়া-মমতা- সুখ-দুঃখ- ভাগাভাগী করে সত্য-নিষ্ঠার অবিচল চলই হল মানবতার পরিচয়। ভাবনা যেন সুস্থ পরিচয়নের হয়। তবেই মানুষ একে অপরের বন্ধু। অন্যথায় অলিক চেতনার শূন্য মানুষ মন ছাড়া আর কিছুই নয়।