এই তো রাত্রী ঘুমের মানুষেরা
ভোর রাত্র শেষান্তে..
আরো যে ঘুম আসে চোখে
ঐ যে পশ্চিম দিগন্ত হতে;


কাক ডাকা ভোরে কি যে
সুমধুর আযানের আওয়াজ
হাকছে মুয়াজ্জিন মসজিদ মিনার হতে
অন্যান্য ধর্ম-যাজকেরাও সিংগায় হাকছে..


এই আহবান এসো সকল মানুষ
এসো ভোরের ফজরের উপাস্যনালয়ে
এই আযানের সুমধুর সুর কানে এলে
দেখতে পাবে আরোও ঘুম যে কি আসে  দু’টি  নয়নে!


ঘুমায় নি কোন জনমে; শরীর চেপে ঘুম
পারাতে বসে যে কি এক ঘুমের রাণী!!
সারা রাত্র যেখানে অঘুমা কত শত চিন্তা
আসে না ঘুম যে জায়গাতে বিছানায় এপাশ-্ওপাশ;


করতে শেষ হয় যে রাত; সেই জায়গায়
কল্যাণের আহবানে ডাক আসে ভোর রাত্রে
সৃমধুর আযানের ধ্বনিতে;
তখনই আরে ঘুম চোখ ছাড়তে চায় না মানুষের!


ঘুম নামক শয়তানের হাত-পা ধরা অনুরোধে!!
যে পরাজিত করে শয়তানকে জাগ্রত হয় ভোরে
যায় মসজিদে নামাজ আদায় করতে
সেই জন হয় উত্তম ব্যক্তি কায়েম করেন আল্লাহর হুকুম!!


সেই সাথে একজন
সচেতন মানুষ হিসেবে সকল ধরণের কাজ
করেন সঠিক সময়ে সুন্দর মতে;
দেখা দেয় ভাগ্যের সু-প্রসতি,


পেতে থাকে এক নিষ্ঠা কর্তব্য পরায়ণে
শুধুই সফলতা; যা কল্পনাাতিত।।
এরই মাঝে অনেক মানুষের ধারণায়
অনেকেই কাল্পনিক মনে পোষণ করেন।।


কোন শুভ কাজে আল্লাহর নাম নিয়ে বের হলে
পথে চলায় রাস্তার পার্শ্বে দেখতে
পায় যদি দু'টি শালিক ছানা! তিনে আরো খুশি
এক খানা পাখিতে মনে সংকোচ;


হয় যদি মন অন্য মনা কেমন করে মন
আর দু'টি পাখি ছানায় পায় মন কি যে আনন্দ খানা।।
তাই তো বলি এসো আমরা মানুষ
অন্যের প্রতি বিদ্বেশ নহে!


করি ভাল কাজ হবে জীবন এক অনন্য
দু'টি পাখি আর একটি পাখি নহে
জীবনকে গড়তে পারলে সব কিছুই
মিলায়ে হবে জীবন আনন্দময়;


ভাগ্য বলে গুণতে হবে না
কলমের হত শত হিসেবের খাতা।।
তাই তো বলি ভাগ্য পাখি
ধরা দিবে এক দিন সময় ও দিন ক্ষণে!!


কর্ম যদি করি এক নিষ্ঠায়
মনও প্রাণ ভরে; পালন করবো মোড়া সৃষ্টি কর্তার আদেশ
করবো মোড়া সময়ের কাজ সময়ে
করবো না স্পর্শ কোন অন্যায় ও অপরাধের;


করবো না কোন দিন সৃষ্টি কর্তার সৃষ্টি জীবের সাথে অনাচার
তবেই তো বিধাতার প্রাপ্তিতে
ভাগ্য নামক সুখ পাখি দেখা দিবে বার বার
এর ব্যয়িত ঘটলে আসবে জীবনে সুখ নামক দু:খ-কষ্ট বারংবার।


শুধু গল্পেই জেনে যাবে হায়-রে-সুখ-ভাগ্য বলে কথা
ধরা ও ছোঁয়ার অজানাতেই রয়ে যাবে শুধুই
কেন যেন ভাগ্য নামক সুখ পাখি আসে না কেন
ধরা দেয় না কেন আমায়!!


       ===×××===
       ===×××===


বাণী : মানুষের জীবনে যখন সফলতা আসে তখন সুখ পাখি নামক ভাগ্যটা হাত ছানী দেয় কতশত বার। আর যখন মানুষ নিজ যােগ্যতার ঘাটতি রাখে তখন ঐ সুখ পাখিটিও অপলক থেকে যায়।।