তাই বলেই কি জীবন মান অপূর্ণ রাখতে হয়
আর সেই অপূর্ণ জীবন হয় কি কখনো সুখী?
ভালো লাগার মাত্রা জানতে হয় তবেই বিজ্ঞ
জ্ঞানমান ভাবনা কে কাকে ভালো লাগা রয়!


ভালো লাগতেই পারে! ভালো লাগার রঙ্গে
ভালো লাগার এমন রঙ্গ-মঞ্চ-মন-মানে না।
মানতে চায় না কি কোন জায়গা যোগ্য মন
হৃদয় মাঝে স্পন্দিত হয় প্রেম কাম ভাবনা।


ঐ'প্রেম কামনা ভাবনা মানতে চায় না বাঁধন
চোখের রঙ্গ রং সরিষার ফুল ছলছল চাহনী!
ওরে মানুষ (নারী-পুরূষ) যৌবনা শোন তবে
সব ভালো লাগাই ভালো লাগা হয় না নয়ন।


জীবন গড়ার স্বপ্ন আঁকা আগে জানতে হবে
সেই মন মানসিকতা জীবন তটে স্থির করা।
আর সেই মন জীবন ভাবনা সতত মনবল
অর্জিত অতিসাধারণ জাগ্রত চেতনার জ্ঞান।


কর্মগুণ সঠিক পথ চলা পরিবার আপনত্বরা
সুন্দর জীবন মান গঠন চাই পারাটাই উত্তম।
কঠোর পরিশ্রম দীপ্তমান ঊষার আলো ভরা
থাকবে না অর্থ কষ্ট দূর করতে ব্রত: প্রত্যয়।


ভালো লাগা তখনই কার্যত: অর্থপূর্ণ বোধতা।
আমরা মানুষ তখনই যখন শূন্য হতে পূর্ণতা!
পূরণ যারাই করবে শত শত হাজার হাজার
ঘাত-প্রতিঘাত শৈর্য করেই প্রতিকূলতা পাড়ি।


এক দিন সুখ পাখি ধরা দেয় কষ্টার্জিত মনুষ্য
অতি উত্তমতা সেই তারাই মানবতা মানুষরা।
ভালো লাগতেই পারে; সব ভালো লাগা ভাল
হয় না। মানুষ আমরা জানা থাকাটা বিদ্যতা।
×××××××××××××××××××××××
বাণী: সব সময়ই সব ভালো লাগা সব সময় গ্রহণ করতে হয় না। আর ভারো লাগার সব কিছুই সুন্দর হয় না। ভারো লাগা সুন্দর করতে যোগ্যে যোগ্য হতে হয়। আর তখনই ভারো লাগা স্বার্থকতা লাভে ধন্য হয়।