ভাল-মন্দ পাগলেও বোঝে!
অনেকই বলে ওতো পাগল'
ও আবার কিছু বোঝে না কি?
পাগলে বলে উহু হুম দাও না...।


পাগলে যদি নাই বা বোঝে তবে কেন
বলে দাও না! কেন বলে উহু হুম দাও না!
কথায় কথায় অনেকেই বলি পাগলে কি
না; বলে ছাগলে কি না খায়; এমন প্রবাদে


বলেন তো দেখি আসল পাগল সচেতন
জ‍্যান্তা জ্ঞান লব্দের মানুষ আমরা কি নই
পাগল? কত জনকে দেখতে পাই মনে হয়
সুস্থ‍্য ও বুদ্ধিমান স্বাভাবিক জ্ঞান সম্পূর্ণের'


প্রকৃত পক্ষে এই সমাজেরই মনে হয় ভাল
মানুষদের সহিত মিশলেই জানা যায় শুধুই
বদের হাড্ডি শয়তানের শয়তান। পর নিন্দার,
পর লোভী কাজের কাজ নেই অপরের ক্ষতির
মনে চলে শুধুই।


ভাল;
এবার বলো ওরে মানুষ সকলেই ভাল কি?
কি করে ভাল মানুষের সন্ধ‍্যান করা যায়?
ভাল হতে কোন জ্ঞানের অধিকারী হতে হয়?
সেই ভাল মানুষ গুলির মূল‍্যায়ন জানে ক'জনা?


ভালকে ভাল জানে অনেকেই এই সমাজেরই
মানুষ নামের পশুই মূল‍্যায়ন করতে চায় না
নিজ লজ্জ্বা বোধে! যদি ভালকে ভাল বলা
হয় নিজে ছোট হবে তাই! নিজকে যদি ভাল
হতে হয়; তাই রয় অস্বীকৃতির দুষ্ট মন চেতনায়।।


তবে এ'ভব তরে ভাল মানুষ আছে বলেই পৃথিবী
এখনও বিধাতা শান্তিতে রেখেছেন যা অজানাই
রয়েছে ঐ' জানার চেষ্টা করেছি কি আমরা?
না না না সময় হয় না কোন মানুষেরই ঐ'সন্ধানে!


মন্দ;
মন্দ কথাটি সকলেরই জানা
আমরা কথায় কথায় বলি মন্দ!
ও ভাল না ওর অনেক বদ অভ‍্যাস!
পড়া শোনায় ভাল না, বদ স্বভাব, কাজ-কর্ম
করতে চায় না, আড্ডা বাজ, ছোগল খোড়,
পর-নিন্দা-চর্চা করে বেড়ায়, গিবত করে থাকে,
বসে শুধু সময় নষ্ট করে, ধুম-পান বদাভ‍্যাস,
সোজা কথা মাথায় মোটেই নিতে চায় না, শুধুই
থাকে বাজে ভেজালের কথা নিয়ে ভেজাল
বাঁধাতে একে অপরের সাথে; এই হল মন্দের
এই শ্রেণীর আমাদের সমাজের মানুষের কর্ম।


ভাল-এরই মাঝে আমরা চলে আসছি
মুখোশ পড়ে ভাল মানুষি সেঁজে কি যে
সাধুতা মনে বিধাতার দরবারে শুকুরিয়া
ভাব মননে পবিত্রতা ভাবনাতে ঐ'চলায়।।


মন্দ-অনেক ইতিহাস স্বাক্ষী রয়েছে
এই সমাজের বুকে যারা মন্দ কাজ
করে বুক ফুলায়ে চলে গ্রাম, শহর,
দেশ-বিদেশের সকল স্থানে বিচরণে।।


সেই তরে ভাল আর মন্দ নিয়েই জীবন
চলা আমাদের এখন বলেন মন্দের রয়
এতোই দৌরাত্মা ভাল যেতে চায় হারায়ে!
তারপর ও ভালই ভাল! মন্দ কখনও হবে'


না রে ভাল! এই কথাটি যাবে না ভালোর
সাথে মন্দকে! করতে হবে ভাল কর্ম ভাল
জীবনকে উৎসাহ যোগাবে উদ্ভাসিত মনে।
মানুষের জীবন হতে পরিত‍্যাগ করতে হবে
মন্দের মত অকর্ম সর্বনাসী মানব মনটি হতে।
===×××===
===×××===
বাণী: ভাল-আর মন্দ নিয়েই মানুষের জীবন।স সেই তরে মন্দ কাজটি যেহেতু মানব জীবনে কল‍্যাণ বয়ে আসে না। তাই মন্দ কাজ গুলি পরিহার করে সমাজে সঠিক ও সুন্দর ভাবে ভাল কাজে মনোনিবেশ করে সুন্দর ও স্বচ্ছ জীবন- যাপন করাই অতি উত্তম।।