ভাল ছাত্র এই নয় যেন চরিত্রগুণ ভাল
ছাত্র-ছাত্রীরা যদি হয় পড়া লেখায় ভাল!
আমরা তাকে বলি ওরা ভাল ছাত্র-ছাত্রী
আসলে কি কথা ঠিক-ঠাঁক বলি আমরা?


ভাল ছাত্র-ছাত্রী এই নয় যেন সর্বেসেরা
ওরা কি করছে পড়া-লেখা গড়ছে স্বভাব
চরিত্র নীতি নৈতিকতা নিয়ম-রীতি মনটি
আত্মার মাঝে প্রাণ প্রিয় করেছে বিধাতা?


ওদের সকল কর্ম দেখছেন ঐ'সৃষ্টিকর্তা
এমন কোন কর্ম করবে না যেন লিপিবদ্ধ
রইবে হিসাব খাতা এহকাল-পরকাল ঐ'
অংক কষতে হবে জীবন ছাত্র-ছাত্রী হয়েই।


তাহলে কি এমন ছাত্র-ছাত্রী চল কলমে
চলবে কোন অজানা সরল কষে এ'ধরা?
তোমরা তো সেই সমস্ত ছাত্র-ছাত্রী হবে
পড়বে বই লিখবে খাতার পাতায় সুন্দর।


শিক্ষার্জন করবে ধর্মীয় সামাজিক বিজ্ঞান
ভূগোল ম‍্যানেজমেন্ট বৈধ জ্ঞান পিপাসী!
কোন বই পুস্তকে নেই লেখা অজ্ঞান কথা
অসভ‍্যতা আলাপ চরিত্র হীনতা গল্প-স্বল্প।


তালহে কি করে তোমরা হয়ে পড় বিপথে
চলা মন মানুষ? কিসের নেশায় কেমনে!
তোমরা ছাত্র-ছাত্রী ঊষার আলো তোমরা
এই সমাজ তটে আলোকিত মানুষ হবে।


দেশ তোমাদেরই দিকে তাকায়ে রয়েছে
একদিন পড়ালেখা শিখে মানুষের মতন
মানুষ গড়ে উঠে দায়িত্ব নিবে দেশজনতা
যেমন সফল হবে নিজ; তেমন দেশ-দশ।


ছাত্র-ছাত্রীরাই হবে সকাল বেলার পাখি
খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে পড়বে বই।
সুপ্রভাতের দীপ্তমান মুগ্ধকর আবহাওয়া
দোলা দেখা মিলাবে শরীর খানা মনটি।
***********************
বাণী: ভাল গুণিবলী গঠনে ভাল ছাত্র-ছাত্রীর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সুন্দর স্বভাব-চরিত্র গঠন অভ‍্যাস ও সর্বোপরি আল্লাহর নির্দেশনার প্রতি আস্তার্জনের মধ‍্য দিয়ে বিশ্বাস স্থাপন করা এবং সব সময় মনে প্রাণ ও আত্মার মাঝে বিরাজমান রাখা যে আমি যা কিছুই করছি। সবই আল্লাহ্ দেখছেন। আমি কোন অবস্থাতে খারাপ কর্মকরবো না। আর বিধাতা এমন চর্চাকেই মানবিক সুন্দর চরি গুণাবলী মানুষ গড়ে তুলতে সহায়তা পেয়ে ধন‍্য হয়ে থাকে।