নিজের অজানাতেই কখনও আসে ভালোবাসা
কেউ না একজন ভালোবেসে দিয়ে ছিল পত্র!
ভালোবাসার বয়স তখন হয়ে ছিল না তবুও
কতটা ভালো লাগতো তার সেই মনটির প্রেম।


আমি ছিলাম একান্ত অজানা অবুঝ প্রেমমন
প্রেম পত্র কি সেইটা পেয়ে এতোটুকু বুঝতাম'
ছোট্ট বেলাতে দেখা আমারই প্রাইভেট পড়ুয়া
তখন হই ছিলনা বয়স প্রেম নিবেদন কেমন?


কি করে বলতে হয় একে অপর যুবক-যুবতী
ভালোবাসী চোখে চোখ রেখে হাতে রেখে ঐ'
হৃদয় হরণ প্রাণ স্পন্দন মণিকুঠির আপনত্ব
সেই মন-ভাবনা জগৎ সেরা বলা হয়নি সেই'


আমি তাকে ভালোবাসী একান্ত মনটি হতে
ছিলাম অনেক কর্ম-ব্যস্ত সুখ প্রেম অবুঝের;
কখন যেন সময় চলে গেছিল কর্ম তৎপরতা
এতোটা বাস্তবতায় থেকে ছিলাম নিমগ্ন মন!


ঐ'শি চেতনা হরিণী বালিকা হৃদয় হরণ চাহনী
চাঁদনী রূপ খানার চমৎকার আকর্ষণীয় কপল!
সুন্দর গোলাকার ললার্টে কি যে ভাল লাগতো'
বলে বোঝানো দায়; ভালোবাসা ভরা মনটির।


প্রকাশ-স্তব্দ-হৃদয়-প্রেম-কাম-মগ্ন-মূর্চনা-সাধ
এমন প্রেম সারা কেন জাগাতে চাইনি মন হতে।
সেই মনে ছিল না স্বংশ্বয় অর্থ ধর্ম জস-খ্যাতি
তেমন কোনটিই; সবই যেন প্রেম বিপথগামী।


জীবন গড়তে প্রেম পিছুটান; যৌবন মানে না
মানতে চায় না কোনই বাঁধন' সমাচার সভ্যতা।
বুঝতাম আমি ঐ'সময় হতেই পকেটে টাকা না
থাকলে, প্রেম ভালোবাসা থাকে নিজ ঘরটিতে।


তাই তো মানুষ হওয়ার প্রত্যয়ে ছুটে চলেছি
কর্ম-ধর্ম-অর্জন সেরা প্রেম পরিশুদ্ধতা চরণ।
সুউচ্চমান অপৃর্ব ভাবনা সর্বক্ষণ একাগ্রচিত্তে
ভালোসাসা এসেছিল; ভালোবাসী সত্য তাকে।
×××××××××××××××××××××××××××
বাণী: জগৎ সেরা কতজ'না মানুষ রয়!! সেই মানুষেরাই অনন্য শোভাতে ভরা একক সত্ত্বার প্রকৃত জন। ঐ সকল মানুষেরাই উত্তম মানুষ। অন্যতায় নিকৃষ্ট প্রেম বিলাপ (নারী
-পুরূষ:হওয়া ছাড়া আর কিছুই নয়।