প্রেম দিবস যেন এক অনন‍্য ভালোবাসা
বাংলার মানুষেরাও আজ আমরাও তাই।
মানুষ হয় সুন্দরতম অপূর্ব মনের অনন‍্য
মানুষ মানুষের সুসম্পর্ক ছাড়া চলা দায়।


সেই যেন অসাধারণ আস্তার চমক শোভা
নারী-পুরূষ হবে একে অপর আপন জনা।
সমগ্র মানব জাতি প্রেমেরই হবে কান্ডারী
প্রতিটি মানুষ হবে সুশিক্ষায় শিক্ষিত জন।


গড়বে জীবন পরিবারসহ সকল জনাতে
সমাজ দেশ জাতি সেই প্রেমে উদ্ভূত হবে
পাবে মানুষ মানুষে অপরূপ অনুপম সুখ
ভালোবাসা ভালো লাগা আজিকের দিন।


পবিত্র হ্নদয় প্রাণ আত্মার স্পন্দন সমতা
পিতা-মাতা-সন্তান-আত্মীয়-বন্দন-সমেত;
স্বামী-স্ত্রীরা প্রখর সূর্য তরূণ অপরূপ মনে
এমন ভালোবাসা বাসবে একে-অপরকে।


সারাটি জীবন ভর যেন মন মাঝে রয় ঐ'
আত্মতৃপ্তি সাধের হাড়ি হ্নদয় প্রেরণা মর্ম।
আসুন আমরা ভাল হই ভালোবাসী পবিত্র
জীবনে সুখ কোথা খুঁজে পেয়ে আত্মশুদ্ধি।


ভালোবাসা দিবস হয় যেন সকল তরেই
ফবিত্রতার ছোঁয়া হীরক চেতনা ছন্দনের।
মহা মূল‍্যবান রত্ন ছন্দ্রিমা আলো জ্বলবে
সুখ ভোগ প্রেম শোভা জীবন বিনোদনে।


বেশ কিছু অকেশন প্রতিটি সময় ক্ষণেই
দেখা মেলে জীবন সুখ দুঃখ বিদূর চেনা।
হয়তো কেহ ভুলে যাই শতশত হাজারে
হিরা ফেলে কাঁচ কুঁড়িয়ে মরিচিকা সভ‍্য।


প্রকৃত সুখ ভালোবাসা নয়তো দেখা ধরা
মিছা প্রেম মায়া ভালোবাসা অকথ‍্যকথা।
মানুষ যে কি চাই সেই কথাটিই অজানা
শোন সকল তরে ভালোবাসা পবিত্র সুখ।


তেমন করেই রাখতে ধরে মন মাঝে অণু
অণু বিনে রেটিনা উদ্ভাস ইউনিটি মনুষ‍্যতা।
তেমনটি যেন রয় এই যে দিবস মানুষের
সেই না চেতনা ব্রতঃ পবিত্রতা এ'ধরা স্বর্গ।
***************************
বাণী: ভালোবাসা ভাল! তবে বিবাহ পূর্বক মানে পরে। স্বামী-স্ত্রী পবিত্রা বর্জায় রেখে সুখ অনুভব ভালোবাসা দিবস পালন মধ‍্য দিয়ে জীবনের সুখ ভালোবাসা পরিপূরণ মন চল সহ সমাজকে কিছু সুশিক্ষা দিতে উদ‍্যোগী হতে পারেন। তেবেই সেই সকলদের জন‍্যে ভালোবাসা দিবস পালন বাঞ্চনীয়। ঘরে সুখ পালন একদম উচিত। অন‍্যথায় উক্ত অনুষ্ঠান মুখরোচক ছাড়া আরকিছুই নয়।