আমরা মানব জাতি সকলে কাঙ্গাল ভালোবাসার
যেখানেই যাই সেখানেই খুঁজে ফিরি ভালোবাসা।
সবই যেন কতটাই নিজ মনে একান্তই আপনত্ব
মন বলে আমিই ভালোবাসার কাঙ্গাল পেয়ালা।

আমার মতন কেউকে হবেই না এ'জগত সেরা
হৃদয় মাঝে চোখের স্পর্শতার প্রাণটি আনচান!
ভালোবাসা কোন হৃদয় নেই, আছে শুধু চাওয়া
পেলাই যেন সাময়িক বেশ বিনোদন হোক না'

বৈধ;  হোক না অবৈধ; সেই ভালোবাসা চোখ।
চোখে দেখাতে কোন কিছু লাগলে ভালো সেই'
অন্তর মাঝে জাগেসারা শুরু হৃদয়ে স্পন্দিত।
তবেই ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু ভালোবাসা কণা'

জমাট বাঁধে মানবের প্রাণ মাঝে, সেই স্বপ্নেরই
মানুষ হয়ে পড়ে দেওয়ানার এক অনন্যতা মন।
বিবেক হারা হয়ে পড়ে দিশেহারা ব্যাকূলতারই
তরে কিসের নেশায় কেমন করে পেতেই যেন

সর্বোশান্ত হোক সেই ভালোবাসা বৈধ-অবৈধ।
সেই ভালোবাসার সৃষ্টি যেখানে হতে ঐ'চোখ!
আমাদের মানব মানুষের সকল আশার আলো।
দেখায় যেমন উচ্চবিলাসী জীবন পথ সুগমনে

তেমন ঐ'চোখই সামান্য লোভী চাহনীতে দেয়'
প্রেষণাজাগ্রত সর্বন্যাশের পথ ধরায়ে মানবকে।
ভালোবাসার জন্মই আবেগে মানবতার চরম
সত্যের একমাত্র পথচলছে ধেঁয়ে যেথায় খুঁশি।

সেথায় যেন শুধুই রং ছড়িয়ে অলীক চেতনায়'
সে'চেতনা বৈধতা ভালোবাসায় করলে নিয়ন্ত্রণ
যেন মানুষ উদ্ভাসিত প্রকৃত ভালোবাসা মূল্য।
নয়তো নয় মিছামায়া ভালোবাসার জন্মদায়।

ভালোবাসা নিয়ে ছুটে চলে মানুষ হাসে কত!
খুঁশিটা হয় মনে জাগে ওদের মতন আপনত্ব;
জুরি নেই এই ত্রি-ভূবনে দ্বিতীয় পাওয়া ভার।
সেই ভালোবাসায় দেখা যায় বিরহ হাসিমুখ

মলিন ভার! কোথায় গেছে ছাঁই হয়ে বাতাস?
এমন করেই মানব জীবনের স্বপ্ন পূরণ চলে'
প্রকৃত ভালোবাসায় চেতনা শূন্য অমূলক স্বপ্ন।
মানবে সুখ প্রকৃত স্বপ্ন দীক্ষা ভালোবাসা জ্ঞান।
××××××××××××××××××××××
বাণী: ভালোবাসার জন্ম নেয় মানব মন মাঝে যেখানে মিনিটে সেকেন্ডে। রং দ্রুতই যেখানে বদলায়। সেখানে ভালোবাসার নতুন কোন সুষ্টি হতে পারে না। একটি ভালোবাসা পাওয়ার পর যেখানে আরো ভালোবাসা প্রাপ্তির জন্যে মন উৎসুক ব্যাকূরতা প্রকাশে আগ্রহ জাগে সেই ভালোবাসা প্রকৃত মানব জীবনের সুখ-শান্তির জায়গায় অন্তরায়। বিধায় বিধাতার প্রেম ও আদেশ-নির্দেশ-পালনে ঐ'আচমকা কোন কিছু ভাল লাগাতে জন্ম ভালোবাসা অমূলক ও বেমানান। যা মানুষের জীবনের কল্যাণকামীতে অন্তরায় ও অশুভ।