এই! ঐ দেখ  না..আমি এসেছি..
রইবো থাকবো তোমারই আমি
রইবো থাকবো তোমাতেই আমি
এই জীবনে কখনও পর হবো না।


পর হবো না তোমা হতে আমি....
যতটুকুন ভালবাসা আছে হ্নদয়ে
সবটুকুন দিলাম তোমায় উজার করে..
উজার করে... নাও না তোমাতে আমায়..


আপন করে...আপন করে.. হিয়ার মাঝে
দেখতে কি পাবো..কি ভালবাসা আছে?
কি দিতে পারো তোমার ঐ মন প্রাণ হতে?
শুধু চাও ভালবাসা.. নাও না আপন করে।


ভালবাসাতে থাকবে মান-অভিমান....
থাকবে রাগ-বিরাগ, বিরহ-বেদনা....
তাই বলে কি ভালবাসা.........
ভুলে থাকা যাবে এই জীবনে...


জীবন মানেই নয় তো মরিচিকা
জীবন মানেই নয় তো শুধুই হাহাকার..
জীবন মানে হয় তো অনন‍্য স্বাধের
জীবন মানেই পূর্ণতা পায় ভালবাসায়।।


এই! শোন না' রাগ করো না! এই রাগ করো না!
আমি আছি! আমি ছিলাম! আমি রইবো!
তুমিও রইবে! থাকবে সব সময় নিতে ভালবাসা..
যে ভালবাসার শুরু আছে, নেই শেষ এখানেই
এই হ্নদয়ে...।


এই তো আমি এসেছি..
তুমি এলেই ভালবাসা পাবে পূর্ণতা
ঐ দেখ না..আমি এসেছি .রেখেছি কথা..
তোমার ভালবাসার পূর্ণতা পেতে ঐ।


এই শুনেছো! এসো! যাই হারিয়ে!
ভালবাসার অগভীর গহিনে নাও না⛳
এই! ঐ দেখ না... আমি এসেছি..।।


===×××===
===×××===
বাণী : ভালবাসা অমূল‍্য রতনের অমূল‍্য সম্পদ। ভালবাসায় থাকবে মান অভিমান রাগ অনুরাগ বিরহ বেদনা তাই বলে ভালবাসা ছেড়ে যারা বেকার যুবকের ন‍্যায় বসবাস করে থাকে, তাদের মত বোকা প্রেমিক-প্রেমিকা আর দ্বিতীয় কেহ হতে পারে না।