যখন একটি শিশু কথা বলতে শেখে
আলতো আলতো বাক শক্তি প্রয়োগ!
প্রকাশে কতটা বল প্রয়োগ হয় জানে
শুধুই ঐ'শিশুটিই আমরা শেখা যাকে।


যে ভাষাতেই জন্ম শিশুর সেই ভাষা
হয় মায়েরই ভাষা। মায়ের মুখেরই
কথা বলা। মা যা বলেন কর্ম করেন
সবই শিশুটি দেখে শেখে প্রচেষ্টা রয়।


এমন করে ভাষার জন্ম দেশ-বিদেশ
আমরা বাঙ্গালী বাংলা আমাদের ভাষা।
সেই ভাষাটি শিখতে হবে সঠিক ভাবে
আপন জ্ঞানার্জন সেরা পরিশুদ্ধতা মর্ম।


ভাষা একটি বড় বটে সেই ভাষাতে
কথা বলতে হলে জানতে হবে কথা।
কথা জানতেহলে ভাষা শিখতে হবে
অপূর্ব শুদ্ধতা মার্জিত সুমিষ্ঠতা মনটি।


রুচিবোধ জীবনমান মূল্যায়ন একক
সত্ত্বার অধিকার বাংলা ভাষা-ভাষীরা।
মিষ্ঠকথার বুলিতে মুগ্ধ করতে বাংলা
বেশ কিছু সন্তান রয় এ'ধরারই বুকে।


তাই তো পরিশুদ্ধতা অর্জন দরকার
বাংলা ভাষাকে জাগ্রত অর্জন সমতা।
অপূর্ব শোধায় পরিমার্জিত এ'বাংলার
দেখা মিলবে ভাষা উৎস অনুপ্রেরণা।
××××××××××××××××××××
বাণী: চলমান..