প্রতিটি বছর যখন ফেব্রুয়ারী মাস আসে
মনটি ব‍্যাকুলতায় ভরা প্রাণ টান!
হ্নদয় মাঝে সাড়া পেয়ে থাকে বাঙ্গালীর
মাতৃভাষা মায়ের ভাষা কথামালা।


আমরা বাঙ্গালী জাতি গ‍্রামগঞ্জ শহর বন্দর
সর্বোত্রে সর্বোজন শিশুকাল হতে!
মায়ের কোলটি শোভায় পুলকিত ভাষাটি
আপন মন ইচ্ছাধীন বুলি কথাটি।


সেই যে শেখা ঐ'রুপ পাঠ শিক্ষা গঠনেও
আঞ্চলিক ভাষা ব‍্যসবাক‍্য সমাস!
কারক বিভক্তি প্রত‍্যয় লিঙ্গ সব মিলায়েই
অসাধারণ বাংলা ভাষার রম‍্যরূপ।


মনে পড়ে ভাষা শহীদ রক্ত বিনিময় অর্জিত
সাধুবাদ জানাই ভাষা শহীদ প্রতি।
বিনম্র শ্রদ্ধ‍্যা ভরা মন শত সহস্র সালাম হ্নদ
প্রাণের অনন‍্য মাতৃভাষা অক্ষতদ্বয়।


আজ নেই তোমরা তাতে কি হয়েছে রেখেছো
তোমাদের অমর গাঁথা স্মৃতি স্মরণীয়।
তাই তো এই ভাষার মাস আসলেই প‍্রাণখুলে
তোমাদের বিয়োগ প্রতি বিনম্র অবনত।


প্রজন্মদের বলি তোমরাও একই ভাবে স্মরণে
রাখবে একে অপর জন্ম থেকে জন্মান্তর।
ভাষার মাস শহীদ স্মরণ সুউচ্চমান উদ্ভাসিত
রেটিনা দীপ্তমান আইডিয়াল জ্ঞানালোয়।


বাংলা সাহিত‍্যের এক দিগন্ত উন্মুোচিত রচিত
ইতিহাস স্বাক্ষরিত ঐ'তির্য‍‍্যেরই স্থপতি।
স্থাপিত করে রেখে গেছেন ঐ'ভাষা শহীদেরাই
তাই তো আজ বাঙ্গালী জাতির বইমেলা।


বাংলাকেই স্মরণে বরণে বরণীয় করে বিশালতা
এক আনন্দ বিনোদন অবিছেদ‍্য অপরূপ।
শোভায় শোভিত প্রাণ উচ্ছাসিত কবিগণ কবিতা
সাহিত‍্যিকগণ রচনা ময়দান এই মাসটি।।
****************************
বাণী : একুশ আমাদের চিরস্মরণীয় বাংলা মাতৃমায়ের ভাষার মাস। অবিস্মরণীয় চিরস্মরণীয় অহংকার বিজয়ী বিজেতা পশ্চিমারা। বর্বর জাতি ঘৃণিত নিঃষ্পেসিত দলদের রোষানল স্বীকার ছিল আমাদের মাতৃভাষা বাংলা। এই মাতভাষা বাংলাকে চিরকাল আঁকড়ে ধরে রাখবে হ্নদয় মাঝে বাংলার প্রতিটি সন্তানেরা। অক্ষুন্ন রাখবে মর্যাদা। কোন বহিঃশত্রু যেন হস্তক্ষেপ করতে না পারে। সেই দীক্ষাই কাম‍্য সর্বোস্তর বাংলার জনতায়। তবেই পরিপূর্ণতা লাভে ধন‍্য হয়ে থাকবে মাতৃভাষা বাংলা।।