একুশের চেতনা ঊনিশশত বায়ান্ন
ভাষা আন্দোলন রক্ষায় মাতোয়ারা।
বাঙ্গালী জাতির প্রাণের ভাষা মহত্ত্ব
মায়ের ভাষার অস্তিত্ব রক্ষা আমরণ!


পশ্চিমা পাকিস্তান বর্বর জাতি তারা
বাঙ্গালীর জন্ম ও চিরচেনা ভাষাতে
কথা বলা' বাকশক্তিকে রুদ্ধ রোষানল
বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দূ ভাষাই।


এ কেমন খেলা করেছিল পাকিস্তান
বাংলা মায়ের ভাষা মাতৃত্ব মমতায়।
কতটা নিপীড়ন অসভ‍্য জাতির হলে
সব ছিল মনগড়া আইন অমানবিক।


কেমনে পাশবিক শাসক জাতি তোরা
কেন করেছিলি এমন ঐ'রকম কান্ড?
তোরা তো আজও নয় তো সভ্যতার
সকল দেশ জনতায় তোদের নাম রয়।


তোরা একটি বর্বর জাতি! জাতিগত
ভাবেই তোরা রেষারেষি আক্রমনত্ব!
সারা বিশ্ব জেনেছে তোদের কর্ম-কান্ড
তোদের সাথে নয় কোনই আপোষ।


যে দেশের মানুষ কেঁড়ে নিতে চায়
অপর দেশেরই উজ্জ্বত মান-সম্মান!
ভাষার মতন অবলীলার অধিকার
ঐ'দেশ কি কখনো হতে পারে শান্ত?


এমন বিবেকবান প্রকৃত বিচক্ষণতার
গুণী মনুষ্যত্বতার পরিচয়ের মানুষ'
বিজ্ঞজ'না কোথা রয় এ'জগত খানা?
সেই মানুষ মনুষ্যত্ববোধ জন্ম নিলেই।


তবেই দেখবে সকল দেশকে সমান
থাকবে না কোনই নিজ-পর দেশাত্ব!
রইবে একে অপর দেশের প্রতি প্রেম
আমরা সকলেই মানুষ সেই অনুশাসন।


হবেই না রাষ্ট্র রাষ্ট্রের হানা-হানি যুদ্ধ
বিনষ্ট হবে না দেশের ধন-সম্পদ-রত্ন!
নয়'তো কোন ভাষা নিয়ে; নয়তো অন্য
আমরা শান্তিকামী চাই সকলেরই শান্তি।
××××××××××××××××××××
বাণী: আমি মনে করি আর কোন যুদ্ধ নয়! বর্তমান মানুষ অনেক বিজ্ঞ। জ্ঞান বিজ্ঞান ধর্ম চর্চা সবই যেন বেশ বুঝবান। জ্ঞানের পরিসীমাতে বিমালতা, সেই জন্যে দরকার বিশেজ্ঞ-গুণিজনাদের সুন্দর একটি টিম। সেই উদ্ভাসিত অধিনায়ক পরামর্শ ও নির্দেশনা দিবেন শান্তিময় সকল মানুষের কল্যাণ কর ব্যবস্থার সুশৃঙ্খল জীবন-যাপনের। আর সেই মতেই মেনে চলা প্রতিটি রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষকে। আর রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধ্যাশীল হয়ে সকল প্রকার কর্ম-কান্ড-ধর্মীয়-অনুশাসন-আচার-আচরণ-কালচার-শিষ্ঠাচার-মান্য।