মানুষ হয়ে মানুষেই ভেদা-ভেদ
কেহ কর্মের মাধ‍্যমেই অর্জন করে।
আবার কেহ ধান্দা নামক কর্ম করে
লোক ঠঁকায়ে চাটুকার কারবার সেই

কেন হয় মানুষের ভাতের কষ্টে প্রাণ
যেখানে কর্মেই মানুষের বড়ই ধর্ম!
সেই জায়গা কেন অলস বেকারের
সন্তান বড়ই বোঝা হয় পরিবারের?

মানুষ হিসেবে জন্ম মানবের তাইতো
যখনি বুঝতে শিখবে সেই বুঝাতেই
করতে হবে কর্ম নামক জীবিকার্জন
তখন এ'দেশের সন্তানেরা হবে ধন‍্য।

কোন যুবক একটি সন্তানেরাও না
থাকে অলস বাস মা-বাবা সংসারে।
এমন একটি বয়স আসে মানুষের
সেই বয়সে আর অকর্মণ‍্যের ন‍্যায়ে

ঘরের কোনাতে সামাণ‍্যতম বসানয়
যার যে সামর্থ আছে নিতে দীক্ষাতে।
তবেই তো হতে পারবে প্রকৃত কর্মের
সেই প্রেরণায় কাজে অভাব শূণ‍্যে।
@@@@@@@@@@@@@@

বাণী : ভাত-কাপড়ের অভাবের কথা সেই সকল লোকেরাই প্রকাশ ও আত্মনাদ করে থাকে যারা মানুষ নামে কলংঙ্ক, অর্থব্য ও পরগাছা।