আজ ১৫'ই মার্চ'২০২৩ ইং ভোক্তা দিবসটি'
কত দিবস রয় মানব জীবনবোধ মানবতায়!
প্রকৃত পক্ষে মানব জীবন কোথায় পালন রয়
সভ‍্যতা বিকাশ চলমান প্রক্রিয়া সাম‍্যতা মন?


আমরা মানবতার কথা বলি লেখি কাব‍্য বুলি
অনেক চেতনা জাগ্রত কাগজ কলম বিজ্ঞতা!
বিদ‍্যতা ছড়াই নানান জল্পনা-কল্পনা প্রাণটি
ভোক্তা অধিকার ক'জনা করছে রক্ষা এ'ধরা?


প্রতিবাদ জানাই খেটে খাওয়া কর্মজীবি মানুষ
তাদের জীবন মান আয়-রোজগার বাজার দর!
কেন বেমানান হয়ে পড়েছে লাগাম ছাড়া দ্রব‍্য
মূল‍্য সীমাহীন শুন‍্য কুঠাতে নিম্নমান স্বল্প আয়!


রাষ্ট্র ব‍্যবস্থা সরকার ও জনগণ কেন এমন রফা?
দফা শুধুই কি ভোট বেলা দেখা-নেতা সরকার?
ভোট ফুরালে সরকার নেতা রাজনৈতিক অচেনা
পূর্বভোট আলগা আলাপ; ভোট শেষ সব অচেনা।


জাতি গঠন করতে সমঝোতা মহা মূল‍্যবান ঐ'
একটি স্বাধীন দেশ হিসাবে থাকতে হবে সবই
নিয়ম কানুন ব‍্যবসা-বাণিজ‍্য-লেন-দেন-আদান
প্রদান-নিয়ম-রীতি-রাষ্ট্র-সরকার-দেশ-বিদেশ।


পরিচালনাতে থাকতে হয় একটি দেশ মহত্ত্বার
দিবস যেন সমগ্র জাতির এক প্রতিপাদ‍্য ভোগ!
ভোগ‍্য ভোক্তা সমাদর চমৎকার চাওয়া-পাওয়া
জ্ঞান লব্দের মানবিক সুন্দর চেতনায় পালনীয়।


ভোক্তা দিবস চাই ভোক্তা অধিকার সংরক্ষণীয়
চাই অধিকার মানবতার পক্ষে মানব জীবনপূর্ণে।
মৌলিক অধিকার রক্ষায় হয় যেন সংরক্ষণ এক
অসাধারণ ভোক্তা অধিকার ন‍্যায‍্য প্রাপ্তি রক্ষার্থে।
*****************************
বাণী: ভোক্তা দিবস হল একটি রাষ্ট্রের চমৎকার অমূল্য নিয়ম-কানুন সমৃদ্ধ প্রশাসনিক সরকার নীতিমালায় প্রচলিত ব্যবসায় কারবার প্রথিত প্রচলন। সেই প্রচলন নিয়ম-নীতির সহিত জড়িত সাধারণ মানুষও। ভোক্তা অধিকার সেই লক্ষ্যে লক্ষণীয় দেশ জনগণের নাগরিক অধিকার ও আয় নিশ্চিত করা। আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য কল্পে সরকার বা রাষ্ট্র প্রধানের মূল ভোক্তা আইন সংরক্ষণ অভিপ্রায়। যা সঠিক ভাবে সাধারণ জনতার নায্য অধিকারও বটে।