এই জগৎ বড় নিষ্ঠুর অপরাপর
কেউ নয়তো পর; কেহ আপন!
প্রয়োজনই আপন-পর শেখায়
এ কেমন দুনিয়া শিক্ষা-দীক্ষা?


মানুষ হয়ে জন্ম হই অমানুষরা
স্বভাব-চরিত্র কার কর্ম কেমন?
কেউ শুনতে চায় ও মানতে রয়
অপারোগতা অথচ চাই সভ্যতা!


এই ভালো; এই মন্দ চলছি তো'
বেশ চলছি মন হেয়ালীপনাতে।
ওরা ভুলন্ত মনের মানুষ সকল
নেই কোনই শোক-দু:খ-বেদনা!


ওদের বন্ধু তৈরিতেও নেই মানা
ওরাই দেশ বরেণ্য রাজনৈতিক!
কত আশার আলো ছড়ায় মুখটি
হতে পারে না তুলনা অন্য কেউ।


সেরা ওরা ভুলন্ত মানুষ দলনেতা
আজ করলো চুরি অপর ধন-রত্ন!
কাল হল জেল-জরিমানা কই নেই
তেমন চক্ষু-লজ্জ্বার বালাই নেতা!


এমন লোকেরা শুধু নেই তো নেতা
রয় আর কতজনা এই সমাজ বুকটি!
পরিবার প্রতিবেশী গ্রাম শহর সর্বত্র
ভুলন্ত মানুষেরা ওরাই তো হয় সেরা।


আসল নকল ধারে না ধার ওরা তো
আবার বলে দেশ রসাতল যাচ্ছে সব!
এবার বলি কে কেমন, কোথায় ভিত্তি?
কেউ কি আছে সভ্যতা বিকাশ-বিলাপ?


ওরা না পালন করে ধর্ম; না জাতপর্ব
ওরা কে বা কাহারা এ'ধরা বুক অজানা!
ওরাই ভুলন্ত দেশপ্রেম; প্রেমিক জনতা
ভুলন্ত মানুষ চলছে নেই নাক-লজ্জ্বার।
××××××××××××××××××××
বাণী: ভুলন্ত মানুষদের কোন সমস্যা হয় না সমাজ বুকে চলতে। তাদের নিজ ও নিজস্ব চেতনা ভরা মন। নিজের কি হল আর অন্য বা দেশ! যা আসে কি তাতে। তাই তো ভুলন্ত মানুষেরাই সেরা ভাবে নিজকে। এমন মানুষ চেতনা সমাজ হতে ধীক্কার ধীক। কাম্য নয় মানুষ হয়ে জন্ম গ্রহণ অযথার্থতায়।