আমি যখন ছাত্র ছিলাম
সেই ছাত্র-জীবন সংকল্পে
জাগ্রত দীপ্ত চেতনা মনে
এইচ.এস.সি পাসের পর!


ঐ'তির্য‍্যবাহী দেশ বরেণ‍্যের
নামকরা ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে
ভর্তি হয়ে পড়া-লেখা করে বড়
ডিগ্রী নিয়ে কর্ম করবো যে।


ঐ' সেই সুযোগটা হয়ে ওঠেনি
অনেক তরিঘরি! জীবন নামে
আবহমানের কি সৃষ্টি-কর্তারই
রহস‍্য! কার রিজিক কোথায়,


কেহ কি বলতে পারে এ'জীবনে?
অনেক আশা ছিল; হয়নি পূরণ
তাতে কষ্টছিল না এই জীবনে।
মনে মনে ভেবে নিতাম আমারই


স্বপ্ন পূর্ণ হবে প্রজন্মদেরই মধ‍্য
দিয়ে। সেই স্বপ্নের বিভোরতায়
এ-পথ চলে ছোট বোনেরই বড়
মেয়েকে শত ঝামেলা মাথাতেই


ফেলে রেখে গিয়েছি ভাগ্মীকে
পরীক্ষা দেওয়াতে। জাহাঙ্গীর
নগর বিশ্ববিদ‍্যালয়ে এরপরই
ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে। পারেনি


ভর্তি হতে তাতে কি হয়েছে?
দেশের নামকরা বিশ্ববিদ‍্যালয়ে
যে ভর্তি যুদ্ধ কি সেটা জানাটাইও
বা কম কিসের? ঐ'দীক্ষাটিতেও


তো! মনে জীদ রেখে সাধারণ
বিশ্ববিদ‍্যালয়ে পড়া-লেখা করে
ভাল ফলাফল অর্জনের তরে রইবে
ভাল নাগরিক মননের অপূর্বের সেই
উদ্ভাসিত যোগ‍্য গুণিজন নাগরিক।।


সত‍্যই আজ অবাক করছে বড়ই
আমাকে। কতটাই যে মিলন-মেলা
বসেছে আজিকের ঢাকা ভার্সিটির
ক' ইউনিটের ভর্তি পরীক্ষাতেরই


পরীক্ষার্থীদেরকে কেন্দ্র করেই।
শিক্ষার্থীদের গার্ডিয়ানে মুখরিত
আজিকের ঢাকা বিশ্ববিদ‍্যালয়!
পরীক্ষার্থীরা হলে পরীক্ষায় ব‍্যস্ত।


আর সুভান‍্যুধ‍্যায়ীরা ব‍্যস্ত বিনোদন
আত্ম:তৃপ্তিতে সুন্দর সবুজ যত্নের
সাঁজানো পরিপাটি বৃক্ষ-রাজীরই
শোভাতে একে অন‍্যে মনের মাধুর্যে।


অনন‍্যে আপনত্ত্বে অবকাশ যাপনে
অপেক্ষিত কতশত থোকা থোকা
শোভায় মানুষের মুখরিত কলরব।
আমিও অপেক্ষিত ঐ'ছোট বোনের


ছোট মেয়ে রুপাকে হলে প্রবেশেরই
পর অনুরুপ দর্শকের ন‍্যায়ে সারীতে।
কত আশা কত স্বপ্ন নিয়ে প্রত‍্যাশাতে
আজিকের এই পরীক্ষার্থীরাই আগামী


দিনেরই ভবিষ‍্যত প্রজন্মের রক্ষাকবজ!
পরীক্ষার্থীরা পরীক্ষা হলে দেয় পরীক্ষা'
হলের বাহিরে অপেক্ষিত গার্ডিয়ানেরা
একে অপরে কথা বলে গল্প করে আর


মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়েই বলে হে
বিধাতা আমার আপন জনেরা যেন
চান্স পায় এই ভার্সিটিতে, একমাত্র
তুমিই ভরসা! রক্ষা করিও মোরাকে!
সেই ভরসাতেই আশায় বুক বেঁধে
রইলাম তোমারই পানেতে এ'ধরায়।
===***===
===***===
বাণী: আল্লাহই যেখানে ভরসা! সেই তরে মানুষ হিসাবে সত‍্য-নিষ্ঠাতে জীবন গড়তে একমাত্র আল্লাহর উপর নির্ভর করেই সামনে অগ্রসর হতে হবে। অন‍্যথায় অবচেতন ভাবনাতে সফলতার চেষ্টা করলে। সাময়িক সফলতা পেলেও স্থায়ীত্ব হবে না। যার ন‍্যায় সঠিক পথে বিধাতার আদেশ-নির্দেশ মেনে চলাই শ্রেয়।