ভোট মানে ব‍্যালট পেপার
স্থানীয় ও জাতীয়!
দু'পর্যায় হয় ভৌট দেশটি
সংসদ পার্লামেন্ট!


রাষ্ট্রীয় ভোট সংসদ সদস‍্য
সংসদ পরিচালনায়।
স্থানীয় সরকার ভোট হয়
স্থানীয় শাসন ব‍্যবস্থা।


মেম্বার চেয়ারম‍্যান নির্বাচন
এরা হলেন প্রতিনিধি।
দেখভাল করবেন গ‍্রাম গঞ্জ
সভ‍্যতা বজায় রাখবেন।


দেশ জনতা এক অনন‍্য সম
ভোট প্রতিনিধিত্ব নেতা!
রাজনৈতিক দলনেতা সকল
এরাই জন-দরদী জনতা।
******************
বাণী: ভোট এলেই জনতা কদর বাড়ে। ভোট শেষ হলেই জনতার কথা থেকে যায় অচেনা। এই রকম চরিত্র রাজনৈতিক দলনেতারা কখনোই জনতার কল‍্যাণে আসতে পারে না।