কি যে বিলাসী ভ্রমণে!
কি হবে এমনটাই আনন্দ বিলাসীতে?
কি যে এক পর্যটক বিলাসী
বিলাসী মানুষিকতা যার;


যেতে যে চায় দূর—অজানায়।
কোন লুকান্তরের বিলাসী পল্লীতে;
না হয় কোন আনন্দ মহলে;
হয় তো বা সমুদ্র সৈকতে!


কোন পাহাড়ের চূড়া দেখতে!
সুন্দর বন ও বন্য-প্রাণী অবলোকনে!
কেহ বা চান দূর—অজানায় হিমালয় পর্বতে;
তাঁজমহল সেই সম্রাট শাহজাহানের!


কি যে ভ্রমণ বিলাসী!
মন তো সবারই আছে,
সবাই কি চাইলেই হতে পারে?
না যে করে ইচ্ছা সাধন;


সে কি কখনও নিজেকে চিনেছে?
কে হতে পারবে পর্যটক?
কার জন্যে ভ্রমন প্রযোজ্য?
কি হবে ভ্রমন করে?


বিনা কারণে যদি মন চায় পর্যটক হতে..
তবে কি সেই জন হতে পারবে বিলাসী পর্যটক?
কোথায় তোমার নাম লেখা রবে?
বলবে কি তোমায়?
আনন্দ বিলাস যে তোমারই পাশে।


দেখেছো কি কখনও ভেবে?
কারও মনে জোর নেই, হাতে অর্থ নেই;
অথচ হতে চাই ভ্রমণ বিলাসী!
কেন নিজেকে দিবো কষ্ট?


হবো কেন অবুঝ মানুষ?
বিনোদন তো নিজের মনের মাঝেই;
মনে যদি শান্তি না থাকে আসবে কি আনন্দ ভ্রমণে?
কোন লুকালয়ে ভ্রমণে?


আমরা মানুষ জাতি বাড়ী বা বাসাতে;
আপন জনকে দিয়ে যে ফাঁকি,
যাই যে শুকনা মরিচিকায় করতে ভ্রমণে।
হবো আমরা ভ্রমণ বিলাসী আপন মনে;


যেখানে থাকবে না কোন সংকোচ!
পরিবার—পরিজন কে নিয়ে..
যাবো কোন দূর—অজানাতে;
কি যে আনন্দ; কি যে শান্তি পাওয়া যাবে,
যা নাকি পাবো পরিবাবের সকলে।


আর এক শ্রেণীর পর্যটক যাবে;
যারা ভ্রমণকারী; সংগ্রহ করবে বিভিন্ন স্মৃতি!
লেখক লিখবে গল্প—গুচ্ছ;
লিখবে যে উপন্যাস!
আর বিজ্ঞানী আবিস্কার করবে উদ্ভাবনী!
তারাই তো হবে এক ভ্রমণ বিলাসী।
------------------------------
বাণী : মানুষের মন কখনই চরিত্রবান নহে; মনকে কঠোর হস্তে চরিত্রাথ করার নামই হল চরিত্রবান!!