মানুষ জীবন কর্ম করার জন‍্যই সৃষ্টি
শিশুকাল বেড়ে কিশোর তারপর!
যৌবন পদার্পণ এক বিশাল দায়িত্ব
নিজ যোগ‍্যবান হওয়া সে'পরিবার!


আরাম-আয়েশ-বিনোদন-ভ্রমণমন
যেন মানুষের মৌলিক চাহিদা রয়।
একঘেয়েমী থাকা চলা সময় ব‍্যয়ে
মানুষ হয়ে ওঠে রুখ‍্য স্বভাব-চরিত্র।


তাই তো বলি জীবন মান বিনোদন
অনেক অভাব থেকে যায় মনমধ‍্য।
সেই অভাব পূরণ হয় না অর্থাভাব
চোখের সামনে মানুষ যেতে দেখা!


একে অপর করছে কত হাসি-ঠাট্টা
রঙ-বে-রঙ পোশাক-আশাক-খাদ‍্যে
রসনা বিলাস আর একই মানুষ কি
পারছে ঐ'উল্লাস মন করতে ভোগ?


সেই তো বলি জীবন কর্মঠ করতে
জানা। অপচয় না করে সঞ্চয় করা।
সঞ্চায়িত অর্থ ভবিষ‍্যৎ ভাবনা জীবন
রম‍্য বিনোদন চিত্ত রমাঞ্চে মুক্তিমন।


এতো টুকু অবকাশ কামনা-বাসনার
চাওয়া-পাওয়া থাকতে পারে মনুষ‍্যত্ব
অনুশাসন যখনই জানবে তখন মানুষ
নিজকে চিনবে সুন্দর জীবন প্রত‍্যাশা।
**********************
বাণী: জীবনের সাধ মেটাতে অনন‍্য এক মানবতা জীবন মানুষ নিজকেই অর্জন করতে হয়। আর সেই জীবন চাওয়া-পাওয়াই প্রকৃত জীবনবোধ উৎসাহ বিনোদন প্রাপ্তি হয়ে থাকে। আর তখনই স্বার্থকতা লাভে ধন‍্য হতে পারে। এমন স্বার্থক জীবনই কাম‍্য মনুষ‍্যত্ববোধ জাগ্রতে।