যে প্রেম ভালোবাসায় মহত্ব মাতোয়ারা যুব-যুবা
সেই প্রেম এক সময় থাকে না অটুট।
ঢুকে পড়ে ভুল বুঝা বুঝি এক অপর ধোঁকা কথা
কেমন করে থাকা এক সাথে মন কষা।


মিল হতে চায় না একে অপর দেখা আর কথা
মানতে অপারগতা সাথে যোগ রয় ভঙ্গুর!
এমন সকল লোক থাকে না অভাব সমাজ বুক
ফাঁটল ধরাতে বেশ ওস্তাদ দলবল মন্দরা।


প্রেম হয় দু'জন মিলে হয় ফুল একত্রে সেই ফুল
ঘ্রাণ মৌমাছি ঘুরে বেড়ায় মধু আহরণে।
কোন এক অলক্ষী হঠাৎ দেখা দেওয়াতে মনকষ্ট
ফাঁটল ধরাতে প্রেম মধুমাখা সুস্পর্করা।


মানতে চায় না একে অপর কি যে যন্ত্রনা ভুলপথ
ভুল বুঝ মহবৎ সুখ ভালো লাগা সবই।
ভেস্তে চলতে থাকা মনোমালিন‍্য ছড়ায় সমাজে
আর জোড়া লাগা চায় না একে অপর।


কোথায় যাবে কার নিকট যাবে ওরে মানুষ প্রেম
অপর জনা খুঁজবে হয় কি ভাল সে'জন?
এই দুনিয়া এমন জায়গা মানুষ শুধুই ভাল চাই
নিজ ভাল বেখায়াল; অপর ভাল খুঁজতে।


পরচর্চা পরধন পর বেমানান পর লোভী রূপের
আজ যাকে দিলে মন দু'দিন পর অপছন্দ।
কেন মনোমালিন‍্য প্রেম পছন্দ এতো ভালোবাসা?
কেউ কুটনী আর দেয় ঐ'মনটিতে পীড়া।


শুধু প্রেম সম্পর্ক ফাঁটল নয় ফাঁটল কর্মময় জীবন
বন্ধু-বান্ধব পরিবার ভাই-বোন সর্বত্রেই!
মনে মানতে মেনে নিতে চায় না একে অপর কে
ভুল বুঝ সবই করে ফেলে তছনছ ভুল!


এতো ভুল বুঝ বুঝতে সব প্রেম হয় তখন নরক
স্বর্গ আর প্রেম করে না করে বাস নৈস্বর্গ!
তাই তো ভালোবাসা বলতে অন্ধত্বরা সঠিকতা
চোখে দেখা ওরা দেখেও অদেখা ভুল বুঝ।


এমন কাজ না করি ভুল কাউকে না বুঝি প্রেমে
সুস্পকা বজায় রেখে সম্মান প্রদর্শন করি।
উভয় উভয় প্রতি দেখা মিলবে বিশ্বাস দু'টিমন
শোভা ছড়াবে বিকল্প বিচ্ছেদ অদেখায়।
****************************
বাণী: ভুল বুঝ বড়ই জটিল সমস‍্যা মানুষ নাম একে অপর প্রতি। ভুল বুঝ মানুষ মানুষ প্রতি বড়ই জীবন নামক অতিবাহিতে কঠিন সময় অতিক্রম করা। যা ভুল নামক শব্দটি বুঝ মাথায় রেখেই প্রেম সুসম্পর্ক অব‍্যাহত অবিচল ভালোবাসা অটুট রাখাই সুসম্পর্ক বিদ‍্যমান। অন‍্যথায় জীবন প্রেম ভালোবাসা অমূলক।