আমরা মানব জাতি!
কি যে মন আমাদের' করি
কাজ-কর্ম, রই সকলে মিলে
-মিশেই বসবাসে পাশা-পাশি'
চালাক না চতুর, বোকা না
বুদ্ধিমান, যোগ্য না অযোগ্য,
বদবুদ্ধি'র না সুবুদ্ধি'র, বদের
লাঠি না সঠিক সুস্বভাবের?


কাজ-কর্ম করি, চলা-ফেরায়
মানুষ হয়ে মানুষেরই সাথে;
কে কেমন এক জন আরেক
জনের সাথে লেন-দেনেতেই
যায় বোঝা, চেনা যায় তখন
কর্ম জ্ঞানের সুধায় পরশ্রী'তে।


নিজকে চিনতে পারা যায় ঐ'
সেই কর্ম গুণেই। তাই তো
নিজকে আত্নশুদ্ধির সুযোগে
মাঝে মাঝে বিধাতাকে প্রশ্ন
করি নিজ কর্ম ফলের "ভুল
স্বীকারে নত জ্ঞানে" এক নিষ্ঠ'
ফরিয়াদে একাগ্র চিত্তে ভরে।


নিষ্ঠার সহিত ডাকলে সৃষ্টি কর্তাকে!
সকল কাজের হিসেব মিলাতে মনো-
কাব্যেরত শিরটা'কে নুয়ায়ে আল্লাহর
দরবারে দিলেই হিসেব তবেই দেখতে
পাবে তুমি-আমি-আমরা কেমন মানুষ?
কি করে এসেছি? করছি কি? সঠিক না
বেঠিক? এই হিসেব মিলাতে পারলেই!


জানতে পারা যাবে নিজকে' আমি নামক
শব্দের অর্থ ও আমার কর্ম বৈধ, চলা বৈধ,
কথা-বার্তা, ওয়াদা, দেনা-পাওনা, উপকারে
মন, কষ্টা-অর্জিত মানসিকতা, নিয়মে অর্জন
লোভ-লালসায় হয় না যেন ক্ষতি আমায় দ্বারা!
কোন সৃষ্টি জগতের কোন কিছুরই এ'ধরাতে।


পথ চলি, বড় ভাবী, ভাল-মন্দ বুঝি, ন্যায়-অন্যায়
ও জানতে পারি। সেই তরে নিজেকেও জানার চেষ্টায়;
আমি একজন মহা জ্ঞানী ও বড় অনেক মানুষ জানি!
তাই তো প্রকৃত পক্ষে চিনতে ও জানতে নিজেকে'
"ভুলের নত জ্ঞানের" হিসেব সৃষ্টিকর্তাকে দিলাম
সবিনয়ে বিনীত নিবেদনের তরে অপূর্ব ঐ'শরীক'
জ্ঞান উপলব্দের! তবেই শান্তি এই জীবনে' ক'দিন
রাখবেন' সৃষ্টিকর্তা এই দুনিয়াতে! দু'দিনের এই
দু'নিয়ায়।


এতো কেন অশান্তিতে করে আসি বিরাজ অবুঝের তরে?
হে আল্লাহ আজ তুমি গেলে নিয়ে আগামী কাল অন্ধকার!
সেই তরে রেখে; আমায় সঠিক জ্ঞান দান করো হে বিধাতা।
সঠিক অর্জনের দীক্ষায়! সঠিক পথ চলায়! রহমত করো!
যদি আমায় দ্বারা কোন মানুষের কোন উপকারে তৌফিক
দাও, আর না দাও! ক্ষতি যেন না হয় আমায় দ্বারা! সেই
"ভুলে নত জ্ঞান" তোমায় ক্ষমাতে গ্রহণ করো আমাকে।
===***===
===***===
বাণী : নিজের সারা'টি দিনের কর্মের হিসেব প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে (কি করেছি সেই মনে), আহার গ্রহণে এবং শারীরিক সুস্থ্যতায় ও এই সুন্দর পৃথিবীটা'কে দেখার সুযোগে এবং কথা বলার বাক শক্তিকে অপূর্ব ও নির্মল প্রেম-ভালবাসার মায়ার বন্ধনের অপরুপের শোভায় শোভিতে নিজেকে জ্ঞান উপলব্দির বিচারে সৃষ্টিকর্তাকে নত জ্ঞানে বিনয়ের সহিত পবিত্রতায় সৎ উদ্দেশ্য সাধনে অর্জন করতে চাইলে অবশ্যই মানব জীবনের কল্যাণে আল্লাহ রাব্বুল তা মানুষকে দান করে থাকেন। তাই তো "ভুলে নত জ্ঞান" উপলব্দিতে মন সব সময়ই মানবের মনে থাকলে মানুষ ভুল করবে না কখনও জীবনে। আল্লাহ সহায়ক হয়ে সুন্দর ও কল্যাণময় জীবন উপহার দিয়ে থাকবেন।। অন্যথা নহে!