ফুঁ
জাকির হোসেন
(ম্যারাডোনাকে)
.
ফুঁ....
রেফারীর বাঁশি বেজে উঠেছে।
ষাট বছরের খেলা শেষ।
এক শূন্য গোলে জিতে গেছেন আপনি।
এক জীবনে একটিমাত্র গোল।
এছাড়া আর কোনো কিংবদন্তীতুল্য অর্জন
নেই আপনার জীবনীতে।
গোলটি পেতে অদম্য দৌড়েছেন,
বাড়ীর উঠান থেকে আন্তর্জাতিক মাঠে।
এভাবে জয় নিয়ে মাঠ ছাড়েনি কেউ,
বিশ্ব দেখেনি এমন কাউকে আর।
ফুটবল খেলায় দর্শকদের আবেগ উপচে পড়ে।
রেফারী ঠোট চেপে অন্তিম ফুঁ দিতেই
গ্যালারীতে সবাই কেঁদে দেয়।
আজও তেমনটি কাঁদছে।