ন্যায় নীতির ঘরে আজ ঝুলছে তালা।
অত্যাচারী শাসকের গলে দোলে মালা।
ইতিহাস বিকৃত, ষড়যন্ত্রের মেলা।
ক্ষমতার দাপটে রক্তের হোলি খেলা।


দুর্নীতির উঁচু সীমার সূচীতে দেশ।
আইনের ঘরে চলছে মিথ্যার পেশ।
ভণ্ডরা আড়ালে ধরে সাধুতার বেশ।
সত্য প্রকাশের আগেই সবই শেষ।


ডাকাতের দল কেড়ে নেয় সব সুখ।
দানবেরা চিরে দেয় উল্লাসী বুক।
বিচারের বাণী অন্ধকারে বসে কাঁদে।
খুনী, ধর্ষকরা পড়ে নাকো আর ফাঁদে।


সত্য ভালোবাসা ভেঙে হয় খান খান।
নৈতিকতা, মানবতার নেই কোনো মান।
ভিক্ষুকদের আজ কেউ করেনা দান।
মুখোশধারী শয়তানী করে সতীর ভান।


রক্ষক ভক্ষক হয়ে সাধু বেশে চলে।
সত্যের গেঁড়ুয়া দেখি শয়তানের গলে।
বিবেকের দ্বার বন্ধ মানুষ্যত্ব ছাই।
সাম্যতা ভেসে গেছে সিন্ধুর জলে ভাই।


নেই কোনো লাজ, চলছে দস্যুর রাজ।
ঘাতকের শিরে দেখো ঝলমলে তাজ।
সুবিচার নেই, সবার হাতে কুকাজ।
হ্যাঁ, ইহাই মোদের আধুনিক সমাজ!