স্বাধীনতা! স্বাধীনতা! সে তো বৃদ্ধ।
অনেক বেশি বৃদ্ধ, বাহাত্তর বছর বয়স।
গ্রাস করেছে ভিন্ন রোগে ওর শরীর।
নেই আর কৈশোরের চাঞ্চল্যতা,
নেই যৌবনের সেই শক্তি;
আগের মতো কথা বলতে পারেনা,
শুনিতে পায়না, পারেনা দেখিতেও।
হারিয়ে ফেলেছে প্রতিরোধ ক্ষমতা,
দিতে পারেনা জনগণের পূর্ণ অধিকার।
ও এখন বেঁচে থাকা আর না থাকাই সমান।
তাইতো আজ রুগ্ন দেহে মরণাপন্ন অবস্থায়
স্বাধীনতা বৃদ্ধাশ্রমে বন্দি হয়ে আছে।