ওই দেখ আমাদের গাঁ--
নিরতিশয় মধুর।
থাকি সেথা সবে মিলে,
কেহ নহে বিধুর।

আঁকা বাঁকা ছোট নদী
রয়েছে গাঁয়ের মাঝে।
মাঠ ভরে যায় ধানের ক্ষেতে
কী অপরূপ সাজে।

ঊষাকালে শুনি আমি
আজানের ধ্বনি।
সকাল সন্ধ্যায় দেউলে বাজে
কাঁসার ঘন্টাখানি।

একই গাঁয়ের মানুষ মোরা
সকল ভাই ভাই।
মিলে মিশে আছি সবে
হিংসা দ্বন্দ্ব নাই।

পূজা পার্বণ ঈদের খুশি
সবই সবার জন্য।
হিন্দু মুসলিম একি সাথে
এ গাঁ বড় অনন্য।

আমি কী আর বলিব ভাই
আমার গাঁয়ের রূপ।
এক কথায় এ গাঁ আমাদের
একেবারে অপরূপ।