অমাবস্যার রজনী, চারদিক অন্ধকার।
গভীর জঙ্গল, সংকীর্ণ কণ্টকময় রাস্তা।
নিস্তব্ধ চরাচর।
মাঝে মাঝে পাতার মর্মর ধ্বনি আর ঝিঁঝিঁর ডাক
রাতের নিস্তব্ধতা ভাঙছে।
শিহরিত সমস্ত শরীর।
তবুও এক পা এক পা করে এগোতে হচ্ছে---
আলোকোজ্জ্বল কোন এক ভোরের সন্ধানে,
এগোতে হচ্ছে---
অজানা দূরত্বে থাকা ফুল বাগানের খোঁজে।
হ্যাঁ, এটাই আমার জীবন।