আমি কবি নই ভাই, লিখি শুধু মনের কথা,
কলমে প্রকাশি যত লাঞ্ছনা আর ব্যাথা।
লিখে থাকি আমি যাহা দেখি প্রতি রোজ,
কাগজে কলমে করি সদা সত্যের খোঁজ।


আমি লিখে থাকি ঐ সব পথশিশুদের হয়ে,
মুখটা বুজে চলে যারা হাজার জুলুম সয়ে।
মোদের সেবায় যাদের দেহ যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে,
তাদের কথা লিখতে আছি থামব না যে ভয়ে।


আমি প্রকাশ করি পুত্রহারা মায়ের ভাষা,
আঁধার যাহার পুরো বিশ্ব নেই আর কোনো আশা।
আমি লিখি সেই ধর্ষিতা বোনের মনের ব্যাথা,
ধর্ষণ করে যাকে ধর্ষক করে গেছে হত্যা।


সতত লিখি আমি অন্যায় আর অত্যাচার রোধে
তাতে কেহ রুষ্ট হলে হয়ে যাক তার ক্রোধে;
বঞ্চিত জনতার কথা লিখে যাব আমি সদা,
বন্ধ হবে না এই কলম আসুক যতই বাঁধা।


না, আমি কবি নই, লিখতে জানিনা তেমন;
শব্দগুলো সাজাই শুধু মনে আসে যেমন।
কাব্য হয় কি না জানিনা, লিখি তবু নিত্য।
লিখে থাকি সত্য কথা উজাড় করে চিত্ত।