তোমার ওই মায়া ভরা চোখে
অপলক দৃষ্টিতে বারে বারে,
থাকিও না আর আমার পানে
আমি যে পাগল হয়ে যাই।
শুধু তোমার চোখের ইশারায়-
আমি পাগল হয়ে যাই।

তোমার ওই হাসি ভরা মুখে
সুমধুর কণ্ঠে বারে বারে,
ডাকিও না আর আমায়
আমি যে পাগল হয়ে যাই।
শুধু তোমার মুচকি হাসিতে-
আমি পাগল হয়ে যাই।

তোমার ওই সুডৌল দেহে
বাতাসে কেশ উড়িয়ে, হেলে দুলে
হাঁটিও না আর আমার পাশে পাশে
আমি যে পাগল হয়ে যাই।
শুধু তোমার কেশের গন্ধে-
আমি পাগল হয়ে যায়।