সারা বিশ্বে মহামারী
মরছে মানুষ সারি সারি
নেই যে কষ্টের তুল্য।
এই সময়ে সুযোগ বোঝে
ব্যবসায়ীরা স্বার্থ খোঁজে
বাড়ায় দ্রব্য মূল্য।


অল্প আয়ের মানুষ যারা
সবাই আজি দিশেহারা
অনাহারে কাঁদে।
দুষ্ট কতেক মহাজনে
মুচকি হাসে মনে‌ মনে
আমজনতা ফাঁদে।


তাদের চিন্তা স্বার্থ নিয়ে
দালান গড়বে টাকা দিয়ে
যাক না গরিব মরে!
প্রশাসন ও নেয় না খবর
কেমনে এসব করবো সবর?
অভাব ঘরে ঘরে।


গায়ের শক্তি টাকার বলে
দুর্নীতির এই খেলা চলে
লুটে দু'হাত ভরে।
একজোট হয়ে আমরা সবে
প্রতিবাদ আজ করতে হবে
নিঃস্ব লোকের তরে।