পচাত্তর সন পূর্ণ হল
ধন্য আমার দেশ।
সাজছে দেখো তিনটি রঙে
কী অপরূপ বেশ!


দিকে দিকে খুশির আমেজ
কারণ মহোৎসব।
নিশান উড়ায় মনের সুখে
আবাল বৃদ্ধ সব।


"হর ঘর তিরঙা" এই বুলি
সবার মুখে আজ।
দেশের শিরে ঝলমলে ঐ
প্ল্যাটিনামের তাজ।


ঝণ্ডা উড়ছে প্রতি ঘরে
চেয়ে দেখো ভাই।
অনৈক্যে আজ ঐক্য আসুক
সবাই তাহা চাই।


মহোৎসবটা পালন করো
হাতে রেখে হাত।
ভারত মায়ের সন্তান মোরা
থাকব একই সাথ।