আসাম তুমি অতি মহান
আজান পীরের জন্মভূমি।
তুমি হলে জগত সেরা
শঙ্করদেবের পুণ্য ভূমি।


যুগে যুগে তুমি মোদের
দিলে কত মহামানব।
তবু কেন তোমার বুকে
জন্ম নিচ্ছে দৈত্য-দানব?


আসাম তোমার কৃষ্টি শিক্ষা
ছিল কত বিকশিত।
আজকের দিনে কেন তবে
এ সংস্কৃতি হচ্ছে ক্ষত?


কেন আজি তোমার মাঝে
জাতি ধর্মে হয় রাজনীতি?
খাদ্য নিয়ে করছে ঝগড়া
দেখছি কেন এমন নীতি?


গরুর মাংস নিয়ে আজকে
হচ্ছে কেন এত লড়াই?
ভুলে গেছি অতীত আখ্যান,
ভুলে গেছি সংস্কৃতি ভাই।


আসাম তুমি ফিরিয়ে দাও
অতীত কালের মোদের কৃষ্টি।
দানব দলের ধ্বংস করে
ভ্রাতৃসঙ্ঘ করো সৃষ্টি।