ভেজাল ভেজাল সবই ভেজাল
ভেজাল পুরো দেশটা।
ভেজাল রোধে আমরা আজি
করিনা যে চেষ্টা।


চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল মাংস মাছে।
আম কমলা কিনতে গেলে
দেখবে ভেজাল আছে।


ধর্মে ভেজাল কর্মে ভেজাল
ভেজাল আছে শিক্ষাতে।
গুরু ভেজাল শিষ্য ভেজাল
ভেজাল দেখি দীক্ষাতে।


বায়ু ভেজাল জলও ভেজাল
ভেজাল আছে টাকাতে।
জমি ভেজাল শস্য ভেজাল
ভেজাল সকল রেখাতে।


রাজা ভেজাল প্রজা ভেজাল
ভেজাল পুরো জাতি।
ভেজাল পূর্ণ দেশটা আজি
ডুবছে ন্যায়ের বাতি।


ভালোবাসা, তাতেও ভেজাল!
আর কি বলব ভাই?
ভেজাল ছাড়া এই জগতে
বাঁচার উপায় নাই।