ভোর হয়েছে, ভোর হয়েছে আঁখি খোল আর,
উঠে পড়ো চেয়ে দেখো, খুলো দুটি দ্বার।
কি সুন্দর দিন, বয়েছে মৃদু বাতাস,
উঠেছে সোনার রবি রাঙিয়ে পূর্বাকাশ।
গাছ-পালা, পশু বা মানুষ সবাই আজ আনন্দিত;
পাখির মধুর গানে যেন আকাশ বাতাস মুখরিত।
চাষীরা চলছে মাঠের পানে সাথে নিয়ে হাল।
গান গেয়ে চলছে মাঝি তুলে ডিঙির পাল।
উঠে পড় আঁখি খুলো, দেখো কি সুন্দর দিন,
এ উদিত সূর্য, পাখির গান ও আকাশ মলিন।
উঠো উঠো, চোখ খুলো দেরি করনা আর।
জয়গানে প্রভুর কাছে বর মাগো আপনার।