বড় বিচিত্র আমার এ মন,
ওড়ে বেড়ায় সারাক্ষণ।
ঘুরে ঘুরে সে বেড়ায়,
দক্ষিণা বায়, সুদূর নীলিমায়।
মত্ত হয়ে সুপ্ত বাসনায়,
সেই তারই ছবি আঁকতে চায়।
খ্যাপার বেশে নগ্ন পায়,
অজানা পথে চলতে চায়।
বাস্তবকে উপেক্ষা করে
থাকে শুধু কল্পনায়।
সত্যি, বড় বিচিত্র এ মন,
নাগালের বাইরে ঘুরে সারাক্ষণ।