ভবের‌ মাঝে বিধির খেলা
বোঝা অনেক দায়।
ভোর বেলাতে উঠে সূর্য
সাঁঝে অস্ত যায়।


বুঁজলে আঁখি আঁধার নামে
যায়না কিছু দেখা।
চোখ খুলিলে পাই যে আলো
ভব মায়ার রেখা।


গাছের ডালে বিহগ ডাকে
বাগে ফুলের হাসি।
চাঁদনী রাতে মধুর আভা
অনেক ভালোবাসি।


ধরার‌ মাঝে যা কিছু আছে
লাগে ভীষণ ভালো।
বিধির দানে এই জগতে
পেয়েছি সব আলো।


এমন করে বিধির লীলা
কুহক ডোরে ঘেরা।
তারই মতে চলে যে জন
সে যে সবার সেরা।