পরের মাঠে বর্গাচাষী
সোনার ফসল বুনে।
গোলা ভরে তুলবে ফসল
প্রহর তারা গুনে।


রোদে পুড়ে বৃষ্টি ভিজে
নিত্য সকাল সাঁঝে।
ঘাম ঝরিয়ে কর্মে মগ্ন
চাষী মাঠের মাঝে।


কত আশা নিয়ে ওরা
করে জমি চাষ।
দুঃখ কষ্ট নিত্য সঙ্গী
আছে বারোমাস।


ক্ষণে খরা, ক্ষণে বন্যা,
ক্ষণে পোকার দল;
নষ্ট করে সোনার ফসল
পায়না চাষী ফল।


দীর্ঘ দিনের শ্রমের শেষে
ফল যখন হয় রিক্ত।
হতাশ নামে তাদের ঘরে
চোখ দুটি হয় সিক্ত।