এসেছে বসন্তকাল--
ফুলেরা ফুটছে আজ হাসি মুখে,
ভ্রমরের গুঞ্জন বাড়ছে,
পাখিরা গাইছে নব সুরে;
বসন্তকে জানাচ্ছে অভিনন্দন।
নদীতে বইছে নতুন জোয়ার,
আকাশে-বাতাসে সুবাসিত কলরব,
বসন্তকে নিয়ে মাতামাতি আজ;
শুধু ঋতুরাজের জন্যই এতসব।
গাছে গাছে ফুটছে মুকুল,
বাতাসে ধুলছে নবীন বকুল,
প্রকৃতির মুখে আজ ফুটছে হাসি;
দিকে দিকে শুধু খুশি আর খুশি।