বসন্তের ঐ সকাল বেলা
আকাশ পানে মেঘের খেলা,
জমছে আজি ভাইরে।
বৃষ্টি পড়বে ধরার মাঝে
সাজবে ধরা নতুন সাজে,
সন্দেহ আর নাইরে।


এলোমেলো বইছে বাতাস
বিদ্যুৎ চমকে, গর্জে আকাশ,
পড়লো এবার বৃষ্টি।
মুশলধারে বৃষ্টি এলো
শুষ্ক মাটি সরস হলো,
জুড়ায় সবার দৃষ্টি।


শীতল হলো জগত মাতা
গাছের ডালে ফুটলো পাতা,
লাগেনা তো মন্দ।
পুষ্প বাগে ফুলের রাশি
সবার মুখে ফুটছে হাসি,
কবি সাজায় ছন্দ।