অনেক কষ্টে ছেলেদেরকে
মানুষ করলাম ভাই।
এখন কিন্তু ওদের ঘরে
আমার জায়গা নাই।


রঙিন তাদের সংসার এখন
বাজছে খুশির বীণ।
নিঃস্ব আমি, কুড়েঘরে
কাটছে আমার দিন।


ওরা এখন ভীষণ ব্যস্ত
অফিসে যায় রোজ।
তাদের হাতে নেইতো সময়
রাখতে আমার খোজ।


একটিবারও আমার ঘরে
আসেনাতো কেউ।
এসব ভাবলে বুকে উঠে
অনেক ব্যথার ঢেউ।


এমন জীবন চাইনা প্রভু,
মুক্তি করো দান।
ওদের জীবন সুখের করো
বাড়াও তাদের মান।