বৃষ্টি,
আজ ধরায় চাহি-গো তোমায়---
নেমে পড় অবিরল।
রুক্ষ, শুষ্ক এ ধরণী আজ
করে দাও শীতল।

ইচ্ছেমতো ঝরে পড় তুমি
ফাটিয়ে দাও আকাশ।
ভাসিয়ে দাও অশ্রুজলে
ঘুচাও ইতিহাস।


ধুয়ে দাও এ ধরায় রয়েছে যত
আবর্জনা আর ধুলোবালি।    
নির্মল হোক আজ এই ধরণীটা
যেন বাগানের কুসুম কলি।


মনের মাঝে আরো রয়েছে যত
দৈত্য দানবের বাস।
বজ্রাঘাতে গুঁড়িয়ে দাও সব
পূর্ণ করো মনের আশ।


এ ধরায় রক্তের হলি খেলা
আজ চলছে অনর্গল।
তোমার অশ্রুজলে ধুয়ে দাও
এ তৃষিত ধরণীর আঁচল।


ফিরে এসে দেখবে তুমি ধরণীকে
এক নতুন সূচনায়।
আজ এ ধরণী তাই রয়েছে শুধু
তোমার অপেক্ষায়।