ক্ষণিকের এ জীবনে আছে কত আশা,
টাকা পয়সার তরে যত ভালোবাসা।
লোভে পড়ে দিনে রাতে করি কত ছল,
পার্থিব সুখলাভে হয়ে বিহ্বল।


এসেছি আমরা এই সুন্দর ভবে,
থাকব না চিরকাল জানি ভাই সবে।
তবু সদা করে যাই কত আয়োজন,
নিজের মত সাজাতে চাই এ ভুবন।


দিনে দিনে আশা যত বেড়ে চলে হায়,
কী করে যে চাঁদখানা হাতে আনা যায়!
সুদ ঘুষ আরো যত বাজে পথ ধরে,
গড়ে তুলি আবাসন ধরণীর পরে।


একদিন আমাদের যেতে হবে চলে,
ভুলে গেছি এই কথা লালসার ফলে।
তাইতো চলি সবাই মানবতা ভুলে,
এমন জীবনখানা অসার দুকূলে।


কত লোকের মরণ নিমেষেতে হয়,
তবু কেউ করিনা যে একটুও ভয়।
মানুষের মাঝে আজ বোধোদয় চাই,
সকলের মনে যেন ভালোবাসা পাই।