দিনকাল যেন বদলে গেছে
বদলেছে আজ সব।
মানুষ্য আর মানুষ্য নয়
শুধু মিথ্যার রব।


শাসকরা আজ শোষক হয়ে
সাধু বেশে চলে।
সত্য নেই এ জগতে আর
ভেসে গেছে জলে।


আইনের ঘরে হচ্ছে দেখি
শত মিথ্যার পেশ।
সত্য প্রকাশ পাওয়ার আগে
সব হয়ে যায় শেষ।


প্রতিশোধের আগুনে আজ
মানুষ পুড়ে ছাই।
স্বার্থের লোভে হত্যা করে
ভাইকে আপন ভাই।


নৈতিকতা লুণ্ঠিত আজ
সত্যের ঘরে তালা।
উঠে গেছে মানবতা
চোরের গলে মালা।